ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/১২/২০২২ ১০:২৪ এএম

মাগুরা সদরের রাউতরা এলাকায় ফেনসিডিল কারবারিদের ধরার চেষ্টাকালে র‍্যাবের দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (৯ ডিসেম্বর) ভোর ওই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, র‍্যাব-৬ এর সদস্য আনিসুর রহমান ও ফারুক এবং পিকআপচালক মহিদুল। আহত র‌্যাব সদস্যের নাম নাজমুল।

র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমেদ জানান, র‌্যাবের কাছে তথ্য ছিল পিকআপে বিপুল পরিমাণ ফেনসিডিল যাচ্ছে। এ কারণে শুক্রবার ভোরে আমাদের ক্যাম্পের সামনে সিগন্যাল দিলে পিকআপটি তা মানেনি। এ সময় আমাদের সদস্যরা তাদের ধরার চেষ্টা করে।

তিনি আরও জানান, যখন তাদের গাড়িটি ওভারটেক করতে যায়, তখন তারা গাড়ি দিয়ে র‍্যাবের গাড়ির ডানপাশে আঘাত করে। এ সময় দুটি গাড়িই রাস্তার পাশে ছিটকে পড়ে।

এ ঘটনায় র‍্যাবের দুই সদস্য নিহত হন। গুরুতর র‍্যাব সদস্য নাজমুলকে ঢাকার সিএমএইচে নেওয়া হয়েছে। তবে তাদের পিকআপচালক মারা যান। এ সময় গাড়ি থেকে এক থেকে দেড় হাজার ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

পাঠকের মতামত

নাইক্ষংছড়ি থানার ওসি ও দলের নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতার মামলা বাণিজ্যের অডিও ফাঁস!

বান্দরবানের নাইক্ষ‌্যংছড়িতে থানার অফিসার ইনচার্জ(ওসি) ও দলের নাম ভাঙ্গিয়ে সাবেক উপজেলা ছাত্রদল নেতা মিজানুর রহমানের ...

সড়ক দুর্ঘটনায় ফের নিহত ১, প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...