প্রকাশিত: ২৯/০৮/২০১৭ ৭:৪৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২৫ পিএম

জসিম উদ্দিন টিপু, টেকনাফ::
রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে নাফনদীতে সাময়িক সময়ের জন্য মাছ শিকার বন্ধ করা হয়েছে। নাফনদে মাছ শিকার বন্ধ করায় নদীতে আপাতত মাছ ধরার নৌকা নামতে পারছেনা। এই কারণেই নাফনদীর টেকনাফ সীমান্ত দিয়ে এবারে তেমনটি রোহিঙ্গা অনুপ্রবেশের সুযোগ পাচ্ছেননা। স্থানীয় বিজিবি কর্তৃপক্ষ রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে এমনটি সিদ্ধান্ত নিয়েছেন বলে জানাগেছে। খোঁজ নিয়ে জানাযায়, স্থানীয় কতিপয় দালাল চক্রের সহায়তায় এপার থেকে নৌকা গিয়ে ওপার থেকে রোহিঙ্গা নিয়ে আসে। মাছ ধরার নৌকা ছাড়া অন্য ভাবে রোহিঙ্গাদের নিয়ে আসা বা অনুপ্রবেশের কোন সুযোগ নেই। মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গারা টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলেও জেলেদের নৌকা নামতে না পারায় তারা নাফনদী পাড়ি দিয়ে এবারে আর আসতে পারছেননা। এই কারণেই রোহিঙ্গারা গতিপথ পরিবর্তন করে উখিয়ার ঘুমধুম সীমান্ত দিয়ে পায়ে হেটে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্ঠা চালাচ্ছেন। এদিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাইন উদ্দিন খাঁন জানান, রোহিঙ্গাদের অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে। তিনি এলাকা ভিত্তিক দালাল চক্রের তালিকা প্রণয়নের কাজ চলছে জানান। এছাড়া রোহিঙ্গাদের আশ্রয় ও পশ্রয়দাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানিয়েছেন। এদিকে ২বিজিবির অধিনায়ক লে: কর্ণেল এস.এম.আরিফুল ইসলাম জানান, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সাময়িক সময়ের জন্য নাফনদীতে দিনে এবং রাতে মাছ শিকার বন্ধ করা হয়েছে। তিনি আরো জানান, মিয়ানমারে সংঘটিত ঘটনার পর মাছ ধরার নৌকা নাফনদে নিষিদ্ধ করায় টেকনাফ সীমান্ত দিয়ে আগের মত রোহিঙ্গা অনুপ্রবেশ করতে পারছেনা।#

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ...

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...