প্রকাশিত: ০২/০১/২০১৭ ২:০৪ পিএম

নিউজ ডেস্ক::

হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট আইন, ২০১৬’ সহ মোট ৩ টি আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রী সভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট আইন-২০১৬’ আইনে বড় কোনো পরিবর্তন আনা হয়নি। আগের আইনটিই কিছু পরিবর্তন করে ইংরেজি থেকে বাংলায় করা হয়েছে।

এছাড়া ‘চট্রগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৬’, ‘বাংলাদেশ ভেটোনারি কাউন্সিল আইন-২০১৬’ এর খসড়ার অনুমোদন দেয় মন্ত্রীসভা।

মন্ত্রীপরিষদ সচিব জানান, মন্ত্রীসভার বৈঠকের শুরুতেই গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন নিহত হওয়ায় এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের মৃত্যুতে ২ টি শোক প্রস্তাব গৃহীত হয়।bd24

পাঠকের মতামত

জাতীয় সমাবেশে অসুস্থ জামায়াত আমির, খোঁজ নিয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ...

১০ হাজার বাস রিজার্ভ, জামায়াতের সমাবেশে অংশ নেবে ১০ লাখের বেশি নেতাকর্মী

আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। এই সমাবেশকে দলের ...