ডেস্ক রিপোর্ট::[caption id="attachment_43362" align="alignleft" width="660"]
মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম (ফাইল ছবি)[/caption]
মন্ত্রিসভার অদল-বদল বা পরিবর্তনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত আছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মঙ্গলবার দুপুরে মন্ত্রিসভা বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তরে এ কথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শফিউল আলম।
তিনি বলেন, ‘এ কাজে সময় বেশি লাগে না। আমরা নির্দেশনা পেলে অল্প সময়ের মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন করে মহামান্যের (রাষ্ট্রপতি) কাছে পাঠিয়ে দেবো।’
তবে তাকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি বলে জানান তিনি।
সচিব বলেন, মন্ত্রিসভা ছোট হোক বা বড়, কার্যক্রম চলবে। মন্ত্রিসভা বৈঠকও নিয়মিত হবে।