
উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার (১ নভেম্বর) ঘোষিত তফসিলে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা হয়। আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এ নির্বাচন।
নির্বাচন কমিশনার আনছার হোসেনের সাক্ষরিত তফসিলে জানানো হয়— ৩ নভেম্বর বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টায় মনোনয়নপত্র বিতরণ; ৪ নভেম্বর বেলা ৩টা থেকে বিকেল ৫টায় মনোনয়নপত্র দাখিল ও সন্ধ্যা ৬টায় মনোনয়নপত্র বাছাই ও খসড়া তালিকা প্রকাশ; ৫ নভেম্বর বেলা ৩টায় মনোনয়নপত্রের বিষয়ে আপত্তি বা বাতিলকৃত মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল আবেদন, বিকেল ৪টায় আপিল শুনানি ও সিদ্ধান্ত গ্রহণ ও সন্ধ্যা ৭টায় বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ; ৬ নভেম্বর বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ও সন্ধ্যা ৬টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ; ৮ নভেম্বর বেলা ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ এবং যথাসময়ে ফলাফল ঘোষণা করা হবে।
এদিকে, ইতিমধ্যেই নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। দেখা যাচ্ছে আমেজ ও উৎসবমুখর পরিবেশ। সম্ভাব্য প্রার্থীরা কাঙ্ক্ষিত পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া ও সমর্থন চেয়ে বেড়াচ্ছেন।
এবারেও একই পদে একাধিক প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে। সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার দিনক্ষণ আরও ঘনিয়ে আসছে প্রার্থীদের। একটি অংশগ্রহণমূলক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে কাঙ্ক্ষিত পদে আসীন হতে চান প্রার্থীরা। পাশাপাশি একটি জাঁকজমকপূর্ণ নির্বাচন প্রত্যাশা সকলের।
নির্বাচন কমিশনার আনছার হোসেন জানান, বরাবরের মতোই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিটির অপর দুই সদস্য হলেন ইসলাম মাহমুদ ও মোস্তফা সরওয়ার।
প্রসঙ্গত, গত শুক্রবার (৩১ অক্টোবর) উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বিগত কমিটির মেয়াদ শেষ হয়। মেয়াদ শেষ হওয়ায় শুক্রবার রাত ১২টা থেকে পরবর্তী নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত দায়িত্ব পায় নির্বাচন কমিশন।


পাঠকের মতামত