প্রকাশিত: ৩০/১২/২০২১ ৬:১০ পিএম

মক্কার মসজিদুল হারামে আবারও সামাজিক দূরত্ব বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সৌদি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বুধবার সৌদি আরবে ৭৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। গত মধ্য আগস্টের পর দেশটিতে এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড এটি। এর পরিপ্রেক্ষিতে সৌদি কর্তৃপক্ষ মসজিদুল হারামে সামাজিক দূরত্ব বিধি মেনে চলার নির্দেশনা জারি করে।

গত ১৭ অক্টোবর মসজিদের মেঝেতে থাকা সামাজিক দূরত্ব নির্দেশক চিহ্ন মুছে ফেলেছিলেন কর্মীরা। বৃহস্পতিবার আবারও সেই চিহ্ন দেওয়া শুরু হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, তারা মসজিদুল হারামে ‘প্রার্থনাকারী ও হাজিদের সামাজিক দূরত্ব মেনে চলার’ নির্দেশনা পুনরায় জারি করবেন। তবে কখন থেকে এই নির্দেশনা জারি করা হবে তা জানানো হয়নি।

পাঠকের মতামত

কাবায় শায়েখ সুদাইসের অশ্রুসিক্ত মোনাজাত: ‘হে আল্লাহ ফিলিস্তিনে আমাদের ভাইদের বিজয় দান করুন’

বিভিন্ন রঙ ও জাতি এবং বিচিত্র ভাষা, কোনোকিছুই তাদেরকে মগ্ন করতে পরেনি। ইসলামের সৌন্দর্য সমস্ত ...

আজ পবিত্র শবে কদর

পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ শনিবার (০৬ মার্চ)। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের ...

মালদ্বীপে রাষ্ট্রীয় আমন্ত্রণে তারাবি পড়াচ্ছেন বাংলাদেশি হাফেজ কামরুল

রমজানে মসজিদে মসজিদে পবিত্র কোরআন খতম মুসলিম বিশ্বের ঐতিহ্য। এ জন্য বিশ্বজুড়ে বাংলাদেশি হাফেজদের রয়েছে ...