প্রকাশিত: ০৬/০১/২০১৭ ৭:০৯ এএম

সেলিম উদ্দিন, ঈদগাঁও ::
কক্সবাজার সদরের ভারুয়াখালীর উল্টাখালী এলাকার ডাকাত তুহিন ভূঁইয়া (২০)কে গ্রেফতার করেছে পুলিশ। ৫ জানুয়ারী বিকাল ২টায় ঈদগাঁও তদন্ত কেন্দ্রের এএসআই ফিরোজের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাত বর্ণিত এলাকার সিরাজুল হক ভূঁইয়ার পুত্র।

জানা যায়, দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি, দস্যুতা ইত্যাদি কর্মকান্ডে জড়িত ছিল ডাকাত তুহিন । তার অপকর্মের বিরুদ্ধে সমাজে বিভিন্ন সময় শালিসী বৈঠকও হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি ডাকাতি মামলা ছিল যার জিআর নং ৪৭/১৫। গ্রেফতারকৃত ডাকাত তুহিন ভুঁইয়া সম্প্রতি ভারুয়াখালীর উল্টাখালীস্থ মোঃ ফেরদৌসের মুরগীর ফার্মের দরজা ভেঙ্গে একটি মোবাইল, নগদ টাকা চুরি করে নিয়ে যাওয়ার সময় মালিক তাকে জনতার সহায়তায় আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করেন। স্থানীয় মেম্বার ফজলুল হক গ্রেফতারকৃত তুহিন ভুঁইয়া দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতির সাথে জড়িত ছিল বলে জানান। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি খায়রুজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

সিন্ডিকেটের কব্জায় কক্সবাজার সৈকত, চলছে দখলযজ্ঞের মহোৎসব

বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার—যা একদিকে প্রকৃতির অমূল্য দান, অন্যদিকে কোটি দেশি-বিদেশি পর্যটকের প্রিয় গন্তব্য। ...

বিতর্কিত মন্তব্যে আলোচিত মুফতি আমীর হামজা কক্সবাজারে: সতর্ক করলো জামায়াত

 বিতর্কিত মন্তব্যের কারণে আলোচিত ইসলামী বক্তা মাওলানা মুফতি আমির হামজা’কে সতর্ক করেছে বাংলাদেশ জামায়াতে ...