ধর্মের নামে বিভেদ নয়, বরং পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধার মাধ্যমে গড়ে তুলতে হবে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ—এই বার্তা নিয়ে কক্সবাজারের উখিয়ায় অনুষ্ঠিত হয়েছে আন্তঃধর্মীয় সংলাপ। বুধবার (২১ মে ২০২৫) সকালে উখিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) উখিয়া, কক্সবাজার-এর উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপির উখিয়া উপজেলা আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জাহান চৌধুরী বলেন, রামু ও উখিয়ায় বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনায় আমরা কেউ জড়িত ছিলাম না। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সে সময়কার ক্ষমতাসীন আওয়ামী লীগের একাংশ পরিকল্পিতভাবে ওই হামলার ঘটনা ঘটিয়েছে। তিনি আরও বলেন, সম্প্রীতি কখনো সাধারণ মানুষের হাত ধরে ভাঙে না, তা ভাঙে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য। কিন্তু দেশের মানুষ ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সহাবস্থানে বিশ্বাসী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উখিয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাছির উদ্দিন, পিএফজির চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়কারী মোহাম্মদ রাশেল, উখিয়া উপজেলা কো-অর্ডিনেটর ও সুজনের সভাপতি নুর মোহাম্মদ সিকদার, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার ও সাধারণ সম্পাদক ফারুখ আহমদ। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ইনচার্জ সাইফুল্লাহ, জামায়াত নেতা রিদুয়োনুল হক জিশান এবং এবি পার্টির নেতা ছৈয়দ হোসেন, জোতি প্রজ্ঞা ভিক্ষু। বক্তারা বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে যারা সমাজে বিভেদ তৈরি করতে চায়, তাদের প্রতিহত করতে হবে সামাজিকভাবে। বক্তব্যে সবাই আন্তঃধর্মীয় সংলাপকে সময়োপযোগী উদ্যোগ বলে অভিহিত করেন এবং বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে সবাইকে এক হতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন ধর্মাবলম্বী, নাগরিক সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও তরুণ সমাজকর্মী ও নারীরা অংশ নেন। পিস ফ্যাসিলিটেটর গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় পর্যায়ে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে ধারাবাহিকভাবে এ ধরনের সংলাপের আয়োজন অব্যাহত থাকবে। সংলাপ শেষে শান্তি বার্তায় উপস্থিত সকলেই স্বাক্ষর করেন।