প্রকাশিত: ১৯/০৭/২০১৮ ৩:১২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩৩ এএম

মো. নুরুল করিম আরমান, লামা:
বান্দরবানের লামা উপজেলায় বিষপান করে আবদুছ সালাম (৫০) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন তিনি। আবদুছ সালাম বরিশাল পাড়ার বাসিন্দা মৃত আবদুর রহমানের ছেলে। তিনি লামা সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিষয় নিয়ে গত ১৬ জুলাই আবদুছ সালাম বিষ পান করলে স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এক পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৬টার দিকে আবদুছ সালাম মারা যান।

বিষপানের পর চিকিৎসাধীন অবস্থায় আবদুছ সালামের মৃত্যুর সত্যতা লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন নিশ্চিত করেন।

পাঠকের মতামত

কক্সবাজারে জামায়াত: “বিশ্বাসযোগ্য নির্বাচন না হলে জুলাই জাগরণ নেমে আসবে”

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত রোড ম্যাপের ...

কক্সবাজারে নেতাদের সিসিটিভি ফুটেজ ফাঁস প্রাইভেসি লঙ্ঘন: এনসিপি

নেতাদের কক্সবাজারে অবকাশযাপনের সিসিটিভি ফুটেজ ফাঁস প্রাইভেসি লঙ্ঘন বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ...

পদযাত্রায় টায়ার্ড, জাস্ট একটু কক্সবাজার ঘুরতে আসছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের বৈঠকের গুঞ্জন ...