প্রকাশিত: ০১/০৯/২০২১ ২:০৬ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সড়িয়ে নিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বুধবার (১ সেপ্টেম্বরে) একটি ভিডিওবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন তামিম নিজেই। ইতিমধ্যেই নিজের এই সিদ্ধান্তের কথা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনকেও জানিয়েছেন তিনি। হাঁটুর চোট কাটিয়ে মাঠে ফিরতে পুনবার্সন প্রক্রিয়া চলছে তামিমের। বিশ্বকাপের আগে ফিট হয়ে উঠবেনও এই ক্রিকেটার। তবুও বিশ্বকাপ থেকে তামিমের সড়ে দাড়ানোর কারণ, টি-টোয়েন্টিতে জাতীয় দলে দেড় বছর ধরে এই সংস্করণ না খেলা ও ম্যাচ অনুশীলনের ঘাটতি। পাশাপাশি তিনি বলেছেন, সাম্প্রতিক সময়ে যারা নিয়মিত এই সংস্করণে খেলছেন, তাদের প্রতি ‘অন্যায়’ হবে, যদি তিনি হুট করে দলে ঢুকে জায়গাটা নিয়ে নেন।

চোটের কারণে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেননি তামিম, খেলা হবে না নিউজিল্যান্ডের বিপক্ষেও। সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২০ সালের মার্চে। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সড়িয়ে নিলেও এখনই এই ফরম্যাট থেকে অবসরে যাচ্ছেন না তামিম। অবসরের সিদ্ধান্তটা এখনই নিচ্ছেন না তিনি।

পাঠকের মতামত