প্রকাশিত: ২১/০৫/২০২২ ১:০৬ পিএম

সুজা উদ্দিন রুবেল::
কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে খুঁটির তার ছিঁড়ে বিদ্যুৎস্পর্শে তিন রোহিঙ্গা শিশু আহত হয়েছে।

শুক্রবার (২০ মে) বিকেলে উখিয়া উপজেলার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকে এ ঘটনা ঘটে।

আহত শিশুরা হলো উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকের কামাল হোসেন ওরফে লালুর ছেলে এহসানুল হক (১৩), কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের মোহাম্মদ হানিবার ছেলে ওমর ফারুক (১৩) ও একই এলাকার মো. সৈয়দুল্লাহর ছেলে মো. আজিজুল্লাহ (১৪)।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: সমুদ্রে নেমে রোহিঙ্গা কিশোরের মৃত্যু

তিনি বলেন, শুক্রবার বিকেলে উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকের পাহাড়ি এলাকায় শিশুরা খেলা করছিল। এ সময় সেখানে বিদ্যুৎ সরবরাহের সংযোগ লাইনের খুঁটিতে ঝুলে থাকা তার আকস্মিক ছিঁড়ে শিশুদের ওপর পড়ে। এতে তিন রোহিঙ্গা শিশু বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা আহত শিশুদের উদ্ধার করে জিকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাদের কুতুপালং এমএসএফ হাসপাতালে স্থানান্তর করেন। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এপিবিএনের পুলিশ সুপার জানান, এ ব্যাপারে ক্যাম্প প্রশাসনকে অবহিত করার পর দুর্ঘটনাস্থলের বৈদ্যুতিক লাইনের সংযোগ মেরামত করা হয়েছে।

পাঠকের মতামত