উখিয়ার দারোগা বাজারে যতদিন ধরে ময়লার স্তূপ জমে ছিল, মানুষ প্রায় ধরে নিয়েছিল—এটাই নাকি স্বাভাবিক চিত্র। শুক্রবার সকাল সাড়ে নয়টায় সেই ধারণা বদলে দিল একদল তরুণ। স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লীন উখিয়া টিম তাদের পঞ্চম পরিচ্ছন্নতা অভিযান শুরু করল হাজিরপাড়া সড়ক থেকে। দৃশ্যটা ছিল সরাসরি নাগরিক দায়িত্ববোধের এক পাঠশালা।
উদ্বোধনী মুহূর্তে শুভেচ্ছা বক্তব্য দেন আজকের কক্সবাজার ও নয়া দিগন্তের উখিয়া প্রতিনিধি হুমায়ুন কবির জুশান এবং মানবজমিনের উখিয়া প্রতিনিধি সরওয়ার আলম শাহীন। দুজনেই একই কথা বললেন—পরিচ্ছন্নতা শুধু সামাজিক কাজ নয়, এটি ঈমানের অঙ্গ ও বিশ্বাসের অংশ। বাজার ইজারাদার থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ—যাদের দায়িত্ব ছিল পরিবেশ রক্ষা করা, তাঁরা যখন কাজটিকে গুরুত্ব দেননি, তখন স্বেচ্ছাসেবকরা এগিয়ে এসে ঘাটতি পূরণ করেছেন। সাংবাদিকদ্বয় স্বেচ্ছাসেবী দলের এই উদ্যোগকে প্রশংসা করে বলেন, সকলে মিলে এগিয়ে এলে উখিয়াকে পরিচ্ছন্ন রাখা কঠিন কিছু নয়।
এবারের অভিযান শুধু একটি রাস্তা পরিষ্কার করার গল্প নয়। এর আগে একই টিম উখিয়া হাসপাতাল, শহীদ মিনার, ডাকঘর এলাকা, বালুখালীসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা চালিয়েছে। অর্থাৎ কাজটি একদিনের আবেগ নয়—এটি ধারাবাহিক উদ্যোগ, আর তাতেই বদলাচ্ছে জনপদের চেহারা।
১৫ সদস্যের এই টিমের নেতৃত্বে ছিলেন ওমর ফারুক, সিফাত, মোস্তফা, মামুন, মিজান, ছোটন, রিয়াদসহ অন্য সদস্যরা। পুরো দল ময়লার স্তূপ সরিয়ে পথচারীদের জন্য স্বস্তির পথ তৈরি করে দেয়। বাজারে উপস্থিত অনেকে কাজ থেমে দাঁড়িয়ে দেখেন—যা আসলে একটি নীরব বার্তা, পরিবেশ রক্ষায় প্রত্যেকেরই ভূমিকা আছে।
এখন প্রশ্নটা বড়—এই উদ্যোগ কি শুধু তরুণদের কাঁধে থাকবে, নাকি বাজারব্যবস্থাপনা, স্থানীয় সরকার, ব্যবসায়ী সমাজও নিজের দায়িত্ব বুঝবে? দারোগা বাজারে এতদিন যে সমস্যার সমাধান হয়নি, তা একদল তরুণ করে দেখিয়েছে। এটা শেখায়, নীতিনির্ধারকরা কাজ না করলেও সমাজের সচেতন মানুষ চাইলে পরিবর্তন শুরু করা যায়।
পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্যের বিষয় নয়, ব্যবসাবান্ধব পরিবেশ গড়ার পূর্বশর্তও বটে। দারোগা বাজারের ব্যবসায়ীরা যদি নিজেদের দোকানের সামনে পরিষ্কার রাখেন, ময়লা নির্দিষ্ট স্থানে ফেলেন এবং বাজার কমিটির ওপর চাপ তৈরি করেন, তাহলে এই পরিবর্তন স্থায়ী হবে। বিডি ক্লীনের এই উদ্যোগ তাই শুধু পরিচ্ছন্নতার অভিযান নয়—এটি নাগরিক শিক্ষার অনুশীলন, যা উখিয়াকে আরও বাসযোগ্য করে তুলতে পারে।