শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, নতুন সদস্য সংগ্রহ ও পুরাতনদের নবায়ন কর্মসূচী বাস্তবায়ন লক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত শোডাউন শেষে এক বিশাল জনসভায় সভাপতির বক্তব্যে, বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা বলেছেন- বিএনপি গণমানুষের দল, তাই
মানুষের কল্যাণে কাজ করতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, মানুষের কল্যাণে আপনাদের এগিয়ে এসে দলকে আরো মজবুত করতে হবে। এবং কেউ বিএনপির পরিচয় দিয়ে,
চাঁদাবাজি-টেন্ডারবাজি ও জমি দখলবাজী করলে তদের পুলিশে দিন।
তিনি গোয়েন্দা সংস্থাসহ সকল প্রশাসনের লোকজনকে এ কাজে সহযোগিতা চান তিনি। জাবেদ রেজা আরো বলেন, শুধু বীর বাহাদুরের বিরুদ্ধে
১২৭৩ কোটি টাকার মামলা করলে হবেনা। তার রেখে যাওয়া আওয়ামী দোসরদের ও আইনের আওতায় এনে বিচার করতে হবে। তাই বীর বাহাদুরের ক্যাশিয়ার ও আওয়ামী দোসরদের মামলা দিয়ে আইনের আওতায় আনার জোরদাবী জানান
এ নেতা।
সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন তুষার, জেলা বিএনপি নেতা আইয়ুব খান, নাইক্ষ্যংছড়ি বিএনপি সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আরিফ উল্লাহ ছুট্ট,সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুছ,বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আবদুল করিম বান্ডু,
ঘুমধুম ইউনিয়ন নেতা মৌলানা নুরুল হাসান আজাদ,
দৌছড়ি নেতা খোকন আকবর,উপজেলা যুবদলের সভাপতি ও জেলা যুবদলের নেতা আবু সুফিয়ান চৌধুরী সোহেল,
ছাত্রদল আহবায়ক জিয়াবুল হক প্রমূখ। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল আলিম বাহাদুর ও যুগ্ন সম্পাদক
নুরুল আবসার সোহেল।