রোববার, ৩ আগস্ট ২০২৫
বাহারছড়ায় যুবকের আত্নহত্যা
প্রকাশিত - এপ্রিল ১২, ২০১৮ ৭:৫৫ এএম

রিয়াজুল হাসান খোকন (বাহারছড়া)
টেকনাফ বাহারছড়া উত্তর শীলখালী গ্রামে গত ১০ এপ্রিল রাত আনুমানিক ১১:৩০মিনিটের সময় নিজ বাড়ির পাশে কাঁঠাল গাছের ঢালের সাথে ইয়াবা সংক্রান্ত ব্যাপার নিয়ে নিজের গালায় ফাঁস লাগিয়ে সাইফুল্লাহ (৩০) নামে এক যুবক আত্নহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় ইউপি সদস্য মোঃ সোনা আলী জানান আত্ন হত্যাকারী যুবক টেকনাফ উপজেলার পল্লন পাড়ার স্থানীয় বাসিন্দা, তবে সে শীলখালীর মীর আহমদ বৈদ্যর মেয়ে বিয়ে করে শীলখালীতে স্থানীয় ভাবে বসবাস করে আসছিল। তবে সাইফুল কি জাতীয় ইয়াবা সংক্রান্ত ব্যাপার নিয়ে আত্ন হত্যা করেছে তা এখানো জানা যায়নি,, এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ সাইফুলের লাশটি ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে জানান বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কান্তি দাশ।
Copyright © 2025 UkhiyaNews.Com. All rights reserved.