প্রকাশিত: ১৩/০৩/২০১৭ ১১:১৩ এএম

আজিজুল হক::

বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে বান্দরবান জেলা বিএনপিতে তেমন দায়িত্বশীল ও নেতৃত্ব নির্ভর সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংসদ পাওয়া যায়নি। দায়িত্ব নেওয়ার পর থেকে কম বেশী সবাই ছিল সমালোচিত। সেই সমালোচনা তীব্র থেকে আরো তীব্রতর হয়ে উঠে। জেলা বিএনপির কমিটি অনুমোদন দেওয়ার পর থেকে। সাবেক জেলা ছাত্রদল ও যুবদলের ত্যাগী নেতা ও বর্তমান স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলমকে কেন্দ্র থেকে বহিষ্কারের মধ্য দিয়ে। কারণ জেলা বিএনপিতে জাহাঙ্গীর আলম ছিল এক মূর্তিমান আতঙ্কের নাম। কেন্দ্র থেকে ঘোষিত সকল কর্মসূচী মিছিল মিটিংয়ে জাহাঙ্গীর থাকত সবার আগে। কয়েকবার পুলিশি নির্যাতন ও কারাবরণ করতে হয়েছে তাকে। সরকার বিরোধী আন্দোলনের সময়। জাহাঙ্গীর আলমকে বহিষ্কারের প্রতিবাদে কয়েক মাস ধরে জেলা ও উপজেলা বিএনপিতে প্রতিবাদ মিছিল ব্যানার পেষ্টুন ও সভা, সমাবেশ অনুষ্ঠিত হয় এবং অনেকে স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করে। তবুও জাহাঙ্গীর আলমের বহিষ্কার আদেশ বলবত রাখেন কেন্দ্রীয় বিএনপির নীতি নির্ধারকগণ। বান্দরবান জেলা বিএনপির সে আন্দোলনের রেশ না কাটতে আবারো সরগরম হয়ে উঠেছে জেলা রাজনৈতিক অঙ্গন। কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গত ০১ ই মার্চ জেলা বিএনপির সভাপতি হিসেবে ম্যামাচিংকে সভাপতি ও সাবেক পৌর মেয়র জাবেদ রেজাকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করে। এরপর থেকে জেলা বিএনপিতে নেমে আসে হতাশা ও চাপা ক্ষোভ। দলের অনেকে এ কমিটিকে প্রত্যাখান করে ততক্ষণাৎ প্রতিবাদ জানায়। জেলা বিএনপির সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে বান্দরবান বিএনপির রাজনীতিতে ম্যামাচিং ও সাচিং প্রু জেরি গ্রুপ নামে দুই গ্রুপে বিভক্ত ছিল জেলা বিএনপি। যার কারণে দলটির সহযোগী সংগঠণগুলোতেও দুইটি ধারা থাকায় সাধারণ নেতা কর্মীরা পড়ে বেকায়দায়। এমনকি একে অপরে দাঙ্গা হাঙ্গামায় জড়িয়ে বান্দরবানে বিভিন্ন সময় আলোচনা সমালোচনার জন্ম দেয়। এ ব্যাপারে জেলা বিএনপির নব নির্বাচিত সাধারণ সম্পাদক জাবেদ রেজা প্রথম থেকে বলে আসছে দলে কোন গ্রুপিং থাকবেনা। সবাইকে নিয়ে ইতিবাচক রাজনীতির সূচনা করা হয়। এর জন্য আমি ত্যাগ স্বীকার করতে সর্বদা প্রস্তুত আছি। এইদিকে আলোচনা ও সমালোচনা সত্ত্বেও নতুন এই কমিটিকে স্বাগত জানিয়েছে জেলা ও উপজেলা বিএনপির নেতা কর্মীরা। জেলার এক সিনিয়র নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন বান্দরবান জেলা বিএনপির নতুন কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদক আওয়ামীলীগের পক্ষ হয়ে কাজ করে আসছে অনেক দিন ধরে। তাদের ধারা সরকার বিরোধী আন্দোলন সফলরূপ কোনভাবেই সম্ভব নয়।

 

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন জালিয়াতি, ইউপি উদ্যোক্তার স্বামী কারাগারে

নেত্রকোনার মোহনগঞ্জে চেয়ারম্যান ও সদস্যদের ভুয়া সিল–স্বাক্ষর ব্যবহার করে ১৩ জন রোহিঙ্গা নাগরিকের জন্মনিবন্ধন তৈরির ...

খেলাভিত্তিক শিক্ষায় ব্র্যাকের তথ্য বিনিময় অনুষ্ঠান

শিশুদের খেলাভিত্তিক শেখা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও মনোসামাজিক বিকাশ নিশ্চিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হলো ...