যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কিছু কিছু অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ। এখন ভোটগ্রহণ চলছে পশ্চিমাঞ্চলে।
এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১২ অঙ্গরাজ্যে জো বাইডেন ও ১১ অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন।
এবার ১০০ বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভোট পড়ার ইতিহাস গড়তে যাচ্ছে আমেরিকা।
গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ফ্লোরিডায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে বলে বিবিসির খবরে বলা হয়েছে।
ট্রাম্পের জন্য এই রাজ্যের ফলাফল বেশি গুরুত্বপূর্ণ। এই রাজ্যে জয় পেলে ট্রাম্পের দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পথ প্রশস্ত হবে বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।
এর মধ্যে বেশ কিছু ইলেকটোরাল কলেজের ভোটের ফলাফল পাওয়া গেছে। এখন পর্যন্ত ট্রাম্পের চেয়ে ২৭টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন বাইডেন।
গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, বাইডেন পেয়েছেন ১১৯টি ইলেকটোরাল ভোট আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৯২টি ইলেকটোরাল ভোট।
ডোনাল্ড ট্রাম্প এবার পরাজিত হলে তা হবে ১৯৯২ সালে জর্জ ডব্লিউ বুশের পর প্রথম কোনো প্রেসিডেন্টের পুনঃনির্বাচনে হার। জাতীয় জরিপ বলছে, জো বাইডেন সুস্পষ্টভাবে এগিয়ে। যদিও প্রেসিডেন্ট হতে হলে মূল ব্যাটলগ্রাউন্ডগুলো জিতে আসতে হবে তাকে।