উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৬/০৭/২০২৩ ৯:২৩ এএম

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান বলেছেন বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে চলছে। দেশ এখন অনেক চেঞ্জ হয়েছে। পৃথিবীটা বলতে গেলে হাতের মুটোয়। একটু চেষ্টা করলেই জয় করা যাবে। একটি ছোট্ট উদ্যোগ মানুষের জীবনকে বদলে দিতে পারে। প্রযুক্তি শিল্পের কথা উল্লেখ করে তিনি আরো বলেন চাকুরীর পিছনে না ছুটে নিজেদের জ্ঞান মেধা অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার বিশাল সুযোগ রয়েছে।
শনিবার সন্ধ্যায় উখিয়া উপজেলার আধুনিকায়নকৃত ও পুনঃ সংস্করণকৃত অডিটোরিয়াম শুভ উদ্বোধন এবং ফ্রিল্যান্সিং ও সেলাই প্রশিণার্থীদের মধ্যে সাটিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ কথা বলেন ।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোছাইন সজীবের সভাপতিত্বে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ামিন হোসেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঞ্জন বড়ুয়া রাজন, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল মামুন , উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন, উপসহকারী প্রকৌশলী সোহরাব হোসেন, উখিয়া পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি ম্যানেজার (ডিজিএম) মোঃ ইব্রাহীম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলকে কেন্দ্র করে সশস্ত্র হামলা, কুপে ৫ জন গুরুতর আহত

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব পারিরবিল এলাকায় জমি জবরদখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় অন্তত ...

রোহিঙ্গা ক্যাম্পে বছরে ২ কোটি বাঁশের চাহিদায় চট্টগ্রাম–কক্সবাজারে দ্রুত উজাড় হচ্ছে বাঁশবাগান

  একসময় দেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা বাঁশবাগান এখন দ্রুত কমে আসছে। এ অবস্থায় ...