[caption id="attachment_38394" align="alignleft" width="800"]
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা[/caption]
উখিয়া নিউজ ডটকম : রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরিণ সমস্যা। এই সমস্যা এখন বাংলাদেশের ওপর চাপিয়ে দেয়া হয়েছে। বাংলাদেশ সফররত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের কাছে এই অভিযোগ করেছেন স্বররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। এই সমস্যার সমাধানও মিয়ানমারের কাছে বলে উল্লেখ করেন তিনি।
কক্সবাজারের উখিয়ায় প্রতিনিধি দলের উদ্দেশ্যে ব্রিফিংকালে প্রতিমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের এই অভ্যন্তরিণ সমস্যাটি বাংলাদেশের কাঁধে চাপিয়ে দেয়া হয়েছে। এই সমস্যা ওখান থেকে এসেছে, এর সমাধানও ওখানে।’
ব্রিফিংয়ের আগে প্রতিনিধি দল কুতুপালং উদ্বাস্তু শিবির ও বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলার তামব্রু সীমান্তে গিয়ে উদ্বাস্তুদের দুর্দশা স্বচক্ষে দেখে।
পরে তাদেরকে ব্রিফিংয় রুমে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কক্সবাজার ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র স্থানীয় প্রশাসন ব্রিফ করে। ব্রিফিংয়ে গত বছর আগস্ট থেকে বাংলাদেশ কি ধরনের সংকটের সম্মুখিন এবং কীভাবে এই সংকট মোকাবেলা করছে তা তুলে ধরা হয়।
গত বছর আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন অভিযান শুরু হওয়ার পর সেখান থেকে এ পর্যন্ত প্রায় ৭ লাখ রোহিঙ্গা মুসলিম পালিয়ে বাংলাদেশের এসে আশ্রয় নিয়েছে।