
অর্থ সংকটে ফের বন্ধ হয়ে গেল কক্সবাজার সদর হাসপাতালের আধুনিক সেবা সম্বলিত আইসিইউ। জেলার ৩৮ লাখ মানুষের বাঁচার সর্বশেষ চিকিৎসা সেবা আইসিইউ বন্ধের পর উদ্বেগে নানা জনে নানা মন্তব্য করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বুধবার (৩০ জুলাই) রাতে ডাক্তার নার্স থাকলে অর্থ সংকটে বন্ধ হয়ে পড়ে কক্সবাজার ২৫০ শয্যা হাসপাতালের এই আইসিইউটি।
জানা যায়, বুধবার সারাদিন কোনো নতুন সংকটাপন্ন রোগী ভর্তি নেয়নি আইসিইউতে।
আইসিইউ’র ইনচার্জ ডা. কফিল উদ্দিন জানান, বিনাবেতনে ৯ মাস ধরে কর্মরত ছিলেন ৫ জন চিকিৎসক ও ৬ জন কর্মচারী। তিনি বলেন, এভাবে তো বেতন ছাড়া পরিবার-পরিজন চলতে পারেনা।
তাই কর্মরত চিকিৎসকরা ডিউটি করবেনা বলে সাফ জানিয়ে দেন। এতে প্রচুর ভােগান্তিতে পড়েছে কক্সবাজারের রোগি ও স্বজনরা।
হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ প্রক্রিয়া অনুসরন করে ডাক্তার-কর্মচারী নিয়োগ দিলে পুনরায় আইসিইউ চালু করা হবে বলে জানান তিনি।
২০১৯ সাল থেকে রোহিঙ্গা সংকটে স্থানীয় জনগণের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় এনজিও জেলার হাসপাতাল ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রে সহায়তা কার্যক্রম চালু করে। এর আওতায় কক্সবাজার সদর হাসপাতালে চালু হয় আইসিইউ, সিসিইউ, জরুরি প্রসূতি এবং শিশু সুরক্ষা সেবা।
পাঠকের মতামত