রোববার, ৬ জুলাই ২০২৫
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন ১ লাখ ৩৫ হাজার
প্রকাশিত - মার্চ ৯, ২০২৪ ৯:৪৬ এএম
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় ম্যানেজার স্পনসরশিপ সিস্টেম অ্যান্ড অপারেশনস পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
- পদের নাম: ম্যানেজার স্পনসরশিপ সিস্টেম অ্যান্ড অপারেশনস
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কক্সবাজারে রিফিউজি রেসপন্স প্রোগ্রামে ফান্ড মোবিলাইজেশনে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। গ্র্যান্ট ম্যানেজমেন্ট সিস্টেমে অভিজ্ঞ হতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। অ্যানালিটিক্যাল, উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে।
- চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক
কর্মস্থল: বাংলাদেশ কান্ট্রি অফিস, ঢাকা
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১ লাখ ৮ হাজার ৫৮৯ টাকা থেকে ১ লাখ ৩৫ হাজার ৭৩৬ টাকা (অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)। এ ছাড়া কর্মীর স্বামী বা স্ত্রী ও সন্তানের জন্য চিকিৎসা ও বিমার সুবিধা আছে।
আগ্রহী প্রার্থীদের প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে। এরপর একই লিংকের Apply Now বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৭ মার্চ ২০২৪।
Copyright © 2025 UkhiyaNews.Com. All rights reserved.