প্রবাসী কর্মীদের কাছে "প্রবাসী বন্ধু" হিসেবে এক নামে পরিচিত আল আমিন নয়নকে গ্রেফতার করেছে পুলিশ। নয়নের বিরুদ্ধে মানব পাচারকারীদের বিরুদ্ধে মামলা করার প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। নয়ন ব্রাকের মাইগ্রেশন বিভাগের তথ্যসেবা কেন্দ্রের ব্যবস্থাপক।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে নয়নকে গ্রেফতার করে বনানী থানা পুলিশ।
রাত পৌনে একটায় বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ওসি মাহফুজুর রহমান।
তিনি ঢাকা মেইলকে বলেন, নয়ন নামে একজনকে গ্রেফতার করা হয়েছিল। তাকে আদালতে তোলা হলে পরে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে মামলা ছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, অনেকদিন আগে ইরাক থেকে ফেরত আসা ব্যক্তিদের মানবাধিকার কর্মী হিসেবে আল আমিন নয়ন সাহায্য করতেন। ওই সময় শিসউক নামে একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন তিনি। মানবাধিকার কর্মী হিসেবে সেটাই ছিল তার কাজ। সেই সময় ইরাক ফেরত এক ভুক্তভোগী মানবপাচারকারীদের বিরুদ্ধে মামলা করেছিল। এতেই ক্ষীপ্ত হয়ে ওঠে মানবপাচারকারীরা। সম্প্রতি জয়নাল আবেদিন নামে এক ব্যক্তির করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছেন নয়নকে। অথচ এই জয়নালকেই পুলিশ তখন মানবপাচারের মামলায় গ্রেফতার করেছিল।
বনানী থানা পুলিশ জানায়, তাকে গ্রেফতারের পর আদালতে তোলা হয়। কিন্তু আদালত জানায়, মামলাটি যেহেতু ঢাকার মানবপাচার ট্রাইব্যুনালে কাজেই তাকে সেখানে হাজির হতে হবে। কিন্তু এখন সেই আদালতের বছর শেষের ছুটি চলছে। জানুয়ারির প্রথম সপ্তাহে মানবপাচারের ট্রাইবুনাল খুলবে। সেই আদালতে সিদ্ধান্ত হবে। তার আগে নয়নকে কেরানীগঞ্জে কারাগারে থাকতে হবে।
এ ব্যাপারে ব্র্যাকের মাইগ্রেশন বিভাগের প্রধান শরীফুল হাসান জানান, আজ বৃহস্পতিবার দুপুরে অন্যদিনের মতোই এয়ারপোর্টে কাজ করছিলেন নয়ন। হঠাৎ বনানী থানা পুলিশ এসে তাকে জানায়, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে। তখন তিনি বিস্মিত হন। তাকে পুলিশ গ্রেফতারের পর আদালতে পাঠায়। কিন্তু সেই আদালত এখন বন্ধ থাকায় জানুয়ারিতে না খোলা পর্যন্ত কারাগারে থাকতে হবে।
তিনি বলেন, দুঃখজনক হলো, তার বিরুদ্ধে হাস্যকর এক মামলা হয়েছে। ওই মামলায় বলা হয়েছে, ইরাক থেকে ফেরত আসা একদল মানুষ আদালতে একটি মামলা করেছিলেন। ওই মামলায় পুলিশ জয়নাল আবেদিন নামে একজনকে আটক করে। এখন সেই জয়নাল অভিযোগ করেছেন, নয়ন ভাই নাকি ওই মামলা করতে ভুক্তভোগীদের প্ররোচনা দিয়েছিলেন। কাজেই তার বিরুদ্ধে মামলা।
আল আমিন নয়ন তার সততা ও নিষ্ঠার জন্য চলতি বছর ব্র্যাকের স্যার ফজলে হাসান আবেদ মূল্যবোধ পুরস্কারে ভূষিত হয়েছেন। এর আগে ২০২০ সালে জাতিসংঘের সংস্থা ইউএনডিপি তাকে পরিবর্তনের রূপকার হিসেবে স্বীকৃতি দেয়।