উখিয়া নিউজ ডেস্কব::
হাটহাজারী পৌর সদরে কলেজ পড়ুয়া এক ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে রাজু কুমার দাশ(২৪) নামক এক বখাটেকে ভ্রাম্যমাণ আদালতে এক মাস কারাদন্ড প্রদান করা হয়েছে। ৭ জুন দুপুরে পৌর সদরের উপজেলা ভূমি অফিসের নিকটে প্রকাশ্যে দিবালোকে ওই কলেজ ছাত্রীকে উত্যক্ত করার সময় এলাকাবাসী বখাটে রাজুকে হাতেনাতে ধরে ভ্রাম্যমাণ আদালতের নিকট সোপর্দ করে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার উননেছা শিউলী ৭ জুন বিকালে ভ্রাম্যমাণ আদালতে বখাটে রাজুকে এ কারাদন্ড প্রদান করেন। বখাটে রাজু দাশ হাটহাজারী পৌর এলাকার পশ্চিম আলীপুর নিশী মহাজন বাড়ীর স্বপন কুমার দাশের পুত্র।
সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কলেজ পড়ুয়া ওই শিক্ষার্থীকে বখাটে রাজু দাশ উত্যক্ত করে আসছিল। এ নিয়ে একাধিকবার সামাজিকভাবে ওই বখাটেকে সতর্ক করা হলেও সে ক্ষান্ত না হয়ে ওই শিক্ষার্থীকে উত্যক্ত করতে থাকে। ৭ জুন ওই ছাত্রী কলেজ থেকে বাড়ি ফেরার পথে হাটহাজারী উপজেলা ভূমি অফিসের সামনে ওই শিক্ষার্থীর গতিরোধ করে রাজু দাশ। একপর্যায়ে সে ছাত্রটির হাত ধরে টানা হেঁছড়া শুরু করলে ওই শিক্ষার্থী চিৎকার দেয়। এসময় ঘটনাস্থলে হট্টগোল সৃষ্টি হয়। উপস্থিত জনতা এ সময় বখাটে রাজু দাশকে হাতেনাতে ধরে ফেলে। তাৎক্ষনিক সংবাদ পেয়ে হাটহাজারী মডেল থানার এসআই একরাম ঘটনাস্থলে এসে বখাটে রাজু দাশকে আটক করে।
খবর পেয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আক্তার উননেছা শিউলী ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ইভটিজিং এর শিকার শিক্ষার্থী, উপস্থিত সাক্ষী ও বখাটের স্বীকারোক্তি অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বখাটে রাজু দাশকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার উননেছা শিউলী গত বুধবার ৮টায় দৈনিক পূর্বকোণকে বলেন বলেন, কলেজ ছাত্রীকে ইভটিজিং এর অপরাধে বখাটে রাজু দাশকে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। তিনি বলেন এটা বখাটেদের জন্য সতর্ক বার্তা। এলাকায় কোন ধরণের ইভটিজিং মেনে নেওয়া হবে না। বখাটেদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।