৮ জানুয়ারী দৈনিক কক্সবাজার পত্রিকার প্রথম পৃষ্ঠার শেষ কলামে “নতুন রোহিঙ্গা বস্তির সম্রাট নুরুল আবছার” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে উপস্থাপিত তথ্য ও আমার বক্তব্য বিকৃত করা হয়েছে। প্রকাশিত সংবাদটি সর্বেব মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃতপক্ষে সম্প্রতি সময়ে মিয়ানমার থেকে অনুপ্রবেশ করা কিছু রোহিঙ্গা পরিবার প্রথমে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা টালে বস্তি স্থাপন করে। পূর্ব হইতে রোহিঙ্গার নিকট থেকে সুবিধা ভোগ করা একটি বিশেষ মহলের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে কিছু রোহিঙ্গা বস্তি বনকর্মীদের সহযোগীতায় উচ্ছেদ করে। নিরূপায় কয়েক শতাধিক রোহিঙ্গা পরিবার বালুখালীর বনবিভাগের পরিত্যক্ত খোলা মাঠে অবস্থান নেয়। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে মানবিক বিবেচনায় উক্ত রোহিঙ্গা পরিবার গুলোকে তাৎক্ষনিক আমি দেখতে যাই কিন্তু বসতি স্থাপনের জায়গা দেখিয়ে দিই নাই। । যাতে সরকারি বনায়নের কোন ধরনের ক্ষতি সাধন না হয়। কিন্তু পরদিন থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাকে জড়িয়ে নতুন রোহিঙ্গা বস্তির সম্রাট, চাঁদা আদায়, ব্লক সৃষ্টি করে মাঝির দায়িত্ব প্রদান সহ নানা বিতর্কিত কর্মকান্ডের সাথে জড়ানোর অপচেষ্টা করা হয়েছে। যা আমার প্রতিপক্ষ মহলের পূর্ব পরিকল্পনা মতে সাংবাদিক ভাইগণ মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। তাতে আমার অনুমতি ব্যতিত ছবি ছাপিয়ে আমার চরিত্র হনন ও লোকমূখে হেনস্থা এবং আইনশৃংখলা বাহিনীর নিকট গায়েল করার অপচেষ্টা করা হয়েছে। গত ইউপি নির্বাচনের পর পরাজিত একটি কুচক্রি মহল আমার পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও গোষ্ঠিগত মানমর্যাদা ক্ষুন্ন করতে পেছনে লেগেই আছে। উক্ত কুচক্রি মহলের ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে পত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করে গায়েলের হীন চেষ্টায় লিপ্ত রয়েছে। প্রকৃতপক্ষে পত্রিকায় আমাকে জড়িয়ে যেসব তথ্য সৃজন করা হয়েছে তা ভ্রান্ত মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, কাল্পনিক ও শাক দিয়ে মাছ ঢাকার শামীল। কুচক্রি মহল নিজেদের অপরাধ কর্মকান্ড আড়াল করতে অপরের গায়ে দোষ চাপানোর চেষ্ঠা চালাচ্ছে। আমার মরহুম পিতা মুক্তিযোদ্ধা নজির আহামদ চৌধুরী উখিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন, পালংখালী ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত ভাইস চেয়ারম্যান হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন। মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সামাজিক, পারিবারিক ও সুশীল কর্মকান্ডের মধ্য দিয়ে আমাদের পরিবারের সুনাম রয়েছে এলাকায়। পরাজিত মহল প্রতিহিংসুক ও আক্রোশি হয়ে বারবার আমার- আমাদের অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্থ করার চেষ্টা করে আসছে। যা পত্রিকায় সংবাদ গুলোও তারই অংশ। আমি বর্তমানে ৫ নং পালংখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে নির্বাচিত সদস্য, প্যানেল চেয়ারম্যান- ১, বালুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, উখিয়া উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ঘুমধুম বালুখালী সীমান্ত শ্রমিক কল্যাণ সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, উখিয়ার ঘাট কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি, বালুখালী আদর্শ ইয়ং ষ্টার ক্লাব, উখিয়া উপজেলা সিএনজি মাহিন্দ্রা অটোরিক্সা সমবায় সমিতি লিঃ, বালুখালী আইডিয়াল কেজি স্কুলের উপদেষ্টা, আলীফ ট্রেডিং (ব্যবসা প্রতিষ্ঠান) ব্যবস্থাপনা পরিচালক, মরহুম মুক্তিযোদ্ধা নজির আহমদ চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে সততার সহিত দায়িত্ব পালন করিয়া আসিতেছি। উল্লেখিত সংবাদ সমূহ মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন দাবী করে তীব্র প্রতিবাদ, আইনশৃংখলা বাহিনী সহ সরকারের বিভিন্ন সংস্থা ও সচেতন জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার সবিনয়ে অনুরোধ করছি এবং সাংবাদিক ভাইদের বস্তুনিষ্ট ও তথ্যবহুল সংবাদ পরিবেশন করার আহবান জানাচ্ছি।
নিবেদক
নুরুল আবছার চৌধুরী (মেম্বার ১ নং ওয়ার্ড)
প্যানেল চেয়ারম্যান- ১
৫ নং পালংখালী ইউনিয়ন পরিষদ
উখিয়া, কক্সবাজার।