সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ২৬/১০/২০২২ ৯:১৬ এএম

কক্সবাজারের পেকুয়া উপজেলার সাত ইউনিয়নের চার পয়েন্টে গতকালের ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পাউবো নিয়ন্ত্রিত বেড়িবাঁেধ ভেঙ্গে সাগরের জোয়ারের লবণাক্ত পানি ঢুকে লোকালয় প্লাবিত হয়েছে। সাগরের জোয়ারের পানিতে অসংখ্য চংড়ি ঘের, পুকুর. আমন ও সবজি চাষের ক্ষেত তলিয়ে গেছে। এর ফলে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন। ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে দিনরাত সাগরের জোয়ারের লবণাক্ত লোকালয়ে পানি ঢুকছে। গতকাল ২৪ অক্টোবর রাতে ঘুর্নিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগরের পানি স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট বৃদ্ধি পেলে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম অংশে গোঁয়াখালী ভোলাখাল সংলগ্ন পাউবোর বেড়িবাঁধ ভেঙ্গে যায়। এদিন রাতে একই সময়ে পেকুয়া সদর ইউনিয়নের শেখেরকিল্লা ঘোনা গ্রামে পাউবো নিয়ন্ত্রিত বেড়িবাঁধ ভেঙ্গে কয়েকটি গ্রাম ও শিক্ষা প্রতিষ্টান প্লাবিত হয়েছে। এছাড়া উপজেলার মগনামা ইউনিয়নের কাটাফাঁড়ী ব্রীজ-উজানটিয়া সড়কের লায়ন মুজিবের বাড়ি সংলগ্ন পাউবো নিয়ন্ত্রিত বেড়িবাঁধ ভেঙ্গে লোকলয়ে সাগরের লবণাক্ত পানি ঢুকেছে। রাজাখালী ইউনিয়নেও বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকেছে। মগনামা ইউনিয়নের শরৎঘোনা গ্রামে পাউবোর বেড়িবাঁধে ভাঙন সৃষ্টি হয়েছে।
এদিকে ভাঙন কবলিত বেড়িবাঁধ গতকাল ২৫ অক্টোবর সরেজমিনে পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বান্দরবান জেলার নির্বাহী প্রকৌশলী বাবু অরূপ। তিনি এ প্রতিবেদককে বলেন, পেকুয়া উপজেলার মগনামা, পেকুয়া সদরের ভাঙ্গা বেড়িবাঁধ পরিদর্শন শেষে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে। শিগগিরই বেড়িবাঁধ মেরামতের কাজ শুরু করা হবে।
মগনামা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড়ের ইউপি সদস্য মো: শাহ আলম বলেন, ‘গতকাল সোমবার রাতে ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে তার ওয়ার্ড়ের লায়ন মুজিবুর রহমানের সামনে পাউবোর বেড়িবাঁধ ভেঙ্গে গেছে। ভাঙ্গা বেড়িবাঁধ জোয়ারের পানি ঢুকে তার ওয়ার্ড়ের কুম পাড়া, মটকাভাঙ্গা, ধারিয়াখালী, বাইন্যা ঘোনা গ্রামের অসংখ্য মানুষের বাড়িঘর প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে চিংড়ি ঘের ও শত শত পুকুর। ইউপি সদস্য আরো বলেন, পেকুয়া উপজেলা সদরের সাথে উজানটিয়া ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিনি দ্রæত ভাঙ্গা বেড়িবাঁধ পুন:মেরামত করার জন্য পাউবোর উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট হস্তক্ষেপ কামনা করেছেন।
গতকাল দুপুরে পেকুয়া উপজেলার মগনামা ও পেকুয়া সদর ইউনিয়নের ভাঙ্গা বেড়িবাঁধ এলাকায় পরিদর্শন করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম বিএ (অনার্স) এমএ। তাঁর সাথে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা, কক্সবাজার জেলা পরিষদের সদ্য অনুষ্টিত নির্বাচনে নব নির্বাচিত সংরক্ষিত ওয়ার্ড়ের সদস্যা তানিয়া আফরিন, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কাসেম, জেলা পরিষদের পেকুয়া ৭ নং ওয়ার্ড় থেকে নব নির্বাচিত সদস্য এইচ এম শওকত হোসেন, উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল করিম প্রমুখ।
বেড়িবাঁধ পরিদর্শনকালে সংসদ সদস্য জাফর আলম ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করার জন্য পাউবোকে নির্দেশনা প্রদান করেছেন। এসময় জেলা পরিষদের সদস্যা তানিয়া আফরিন ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে ত্রাণও বিতরণ করেছেন।
এদিকে গতকাল ২৪ অক্টোবর রাতে জেলা পরিষদের সদস্য এইচ শওকত হোসেন তার রিজস্ব তহবিল থেকে পেকুয়া উপজেলার মগনামা, পেকুয়া , উজানটিয়া ও রাজাখালী ইউনিয়নের বিভিন্ গ্রামের আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়া শত শত লোকজনের মাঝে শুকনা খাবার ও পানি বিতরণ করেছেন।

পাঠকের মতামত

মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ৫৯ সেনা-বিজিপি সদস্য

আরাকান আর্মির হামলার মুখে ফেব্রুয়ারিতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যরা পালিয়ে বাংলাদেশের ঘুমধুম সীমান্ত ফাঁড়ির ...