ডেস্ক রিপোর্ট ::
ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে (বিপিএম) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আসছে ৩১ জানুয়ারি থেকে এ আদেশ কার্যকর করা হবে। তিনি এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম এর স্থলাভিষিক্ত হবেন।
আজ (বৃহস্পতিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বর্তমানে মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত আছেন।
তিনি ১৯৮৬ সালে বিসিএস (পুলিশ) ক্যাডারে প্রথম স্থান অধিকার করে সহকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তাঁর নিজ জেলা চাঁদপুর।