প্রকাশিত: ২৭/০৭/২০১৮ ২:৪৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১২ এএম

ডেস্ক রিপোর্ট::

মিয়ানমার সেনাবাহিনী থেকে নিযুক্ত এমপি মেজর জেনারেল তিন সোয়ে (সবুজ উর্দি পরা)
বুধবার নেপিদোর পার্লামেন্ট ভবনে ছবি তোলা ও ভিডিও করার সময় সেনাবাহিনীর নিয়োগ করা এক এমপি হফল করে সাংবাদিকের পেটাবেন বলে হুমকি দেয়ায় ব্যাপক নিন্দা ও সমালোচনা সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা সেনাবাহিনীর কাছে এই হুমকির ব্যাখ্যা দাবি করেছে।

ইউনিয়ন পার্লামেন্টের অধিবেশন শুরুর আগে মেজর জেনারেল তিন সোয়ে উইন পার্লামেন্ট ভবনের সামনে ইউরোপিয়ান প্রেস এজেন্সির এক সাংবাদিককে হুমকি দেন যেন তার কোন ছবি তোলা ও অনলাইনে ছাড়া না হয়। যদি রিপোর্টার এ কাজ করেন তাহলে তাকে তিনি পেটাবেন।

একই দিন অধিবেশনের পর তিনি মিজিমা মিডিয়ার এক সাংবাদিকে অশ্লিল ভাষায় গালিগালাজ করেন। এই গালাগালির ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

পাইন ও লুইন-এর ডিফেন্স সার্ভিসেস একাডেমি থেকে ডিফেন্স স্টাডিজের উপর মাস্টার্স করেছেন তিন সোয়ে। পার্লামেন্ট সদস্য হিসেবে নিযুক্ত হওয়ার আগে তিনি নেপিতো কমান্ডের অক্সিলিয়ারি ফোর্সে কাজ করতেন।

এই ঘটনার পর মিয়ানমার জার্নালিজম ইন্সটিটিউটের প্রশিক্ষণ পরিচালক ইউ সেইন উইন বলেন, ‘তার বিচক্ষণ হওয়া উচিত ছিলো। পার্লামেন্টে এভাবে কথা বলা উচিত হয়নি।’

তিনি বলেন, এটা যুদ্ধক্ষেত্র নয়। এটা পার্লামেন্ট। তার সংযত আচরণ করা উচিত।’

বর্তমান ন্যাশনাল লিগ ফর ডেমক্রেসি সরকার পার্লামেন্টের সংবাদ সংগ্রহের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই আইন বাস্তবায়নের সঙ্গে জড়িত কর্মকর্তারাও সাংবাদিকদের বিভিন্ন সময় হুমকি দেন।

সেইন উইন বলেন, মিডিয়া তার দায়িত্ব পালন করছে। আমরা কোন আইন ভঙ্গ করছি না। সেনাবাহিনীর কাছে অভিযোগ দায়ের করতে হবে মিডিয়া সংগঠনকে।

তিনি বলেন, তার আচরণ দেখিয়েছে তিনি আমাদের কাজকে সম্মান করেন না। এটা গ্রহণযোগ্য নয়।

পাঠকের মতামত

বিশ্বজুড়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের ব্ল্যাকলিস্ট, তালিকায় এক ডজন দেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ ও ভিসা পাওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...