এম.এ রাহাত, উখিয়া
প্রকাশিত: ২৪/০২/২০২৫ ১০:১৭ পিএম , আপডেট: ২৪/০২/২০২৫ ১০:২৪ পিএম

উখিয়ার রাজাপালং ইউনিয়নের অন্তর্গত পশ্চিম ডিগলিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও বনভোজন সম্পন্ন হয়েছে।

সোমবার(২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হওয়া সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ ও হুইপ, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।

সমিতির সভাপতি জাহেদুল ইসলাম জাহেদের সভাপতিত্বে উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব সাদমান জামী চৌধুরী , রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মীর সাহেদুল ইসলাম চৌধুরী(রোমান), উপজেলা যুবদলের আহবায়ক এম.সাইফুর রহমান সিকদার , উখিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিদুয়ানুর রহমান, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ, বিশিষ্ট সমাজসেবক ও অরিজিন হাসপাতালের চেয়ারম্যান মাওলানা শাহনেওয়াজ সহ প্রমুখ।

সাধারণ সভায় সঞ্চালনা করেন, সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন। সভা পরিচালনা করেন অত্র সমিতির সদস্য জিয়াউল হক রানা।

আমন্ত্রিত অতিথিসহ সকল সদস্যদের মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভা ও বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন সমিতির সভাপতি জাহেদ।

পাঠকের মতামত

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...