শ.ম.গফুর, বিশেষ প্রতিবেদক::
সদ্য ঘোষিত কক্সবাজার জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যকরী কমিটির ১৫১ জনের মধ্যে উখিয়া -টেকনাফের ৩৪ জন স্থান পেয়েছেন। তৎমধ্যে ৮ সদস্যের উপদেষ্টার মধ্যে টেকনাফের মৌলবী আবদুল মান্নান রয়েছেন। কার্যকরী কমিটির সভাপতি পদে সাবেক হুইপ, উখিয়া -টেকনাফের চার -চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। মোদ্দ কথায় সভাপতি মন্ডলী পদে উখিয়ার ২জন। সম্পাদক মন্ডলী পদে ৩জন। সদস্য পদে ২৮জন রয়েছেন।কমিটিতে স্থান পাওয়া দায়িত্ব প্রাপ্তরা হলেন যথাক্রমে উপদেষ্টা মৌলবী আবদুল মান্নান, সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, সহ -সভাপতি সিরাজুল হক বিএ, প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক এম মোক্তার আহমদ,সহ-দপ্তর সম্পাদক এড: হাসান ছিদ্দিকী, সদস্য পদে সরওয়ার জাহান চৌধুরী, সোলতান মাহমুদ চৌধুরী,শাহ কামাল চৌধুরী, ফজলুল করিম সিকদার, জহুর আহমদ চৌধুরী,বাদশা মিয়া চৌধুরী, এড.আবদুল মান্নান,নুরুল আমিন চৌধুরী,নাজিয়া জাহান চৌধুরী শম্পা,সিরাজুল হক ডালিম, নুরুল কবির চৌধুরী, মো:জাফর আলম,মোহাম্মদ হাসেম,সোলতান আহমদ, মাস্টার জাকির হোসেন, রাশেদুল করিম মার্কিন,
তাহেরা আকতার মিলি, মোহাম্মদ ইসমাইল,
জুনায়েদ আলী চৌধুরী, আলী আকবর, নুরুল আমিন চৌধুরী,ওমর হাকিম, আবদুর রাজ্জাক, আকতার হোসেন বাবুল, মোঃশাহাদাৎ হোসেন, মোঃ আবদুল্লাহ,
রেজাউর রহমান রেজা ও শাহ আলম প্রমুখ। উপরোল্লিখিতরা ১৫১ সদস্য বিশিষ্ট কমিটির গত ২২ নভেম্বর দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর এর অনুমোদিতদের উখিয়া -টেকনাফের ৩৪জন।