উখিয়া নিউজ ডেস্ক::
চলতি বছরে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ব্যাহত বা এতে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তার দাবি, রোহিঙ্গাদের ফেরত পাঠানো ইস্যুতে মিয়ানমারের সঙ্গে চুক্তি বাংলাদেশের বড় সাফল্য। এই চুক্তি নিয়ে কোনো ‘যদি’ বা ‘কিন্তু’র অবকাশ নেই বলেও মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। চ্যানেল-২৪-এর সঙ্গে আলাপে মন্ত্রী গতকাল এসব কথা বলেন। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে চূড়ান্ত চুক্তি ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট সই হয় গত ১৬ই জানুয়ারি। চুক্তি অনুযায়ী রোহিঙ্গাদের ফেরার প্রক্রিয়া শুরু হচ্ছে চলতি সপ্তাহেই। শেষ হবে দুই বছরের মধ্যে। যদিও এ সময়েই হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। তাই প্রশ্ন উঠেছে, নির্বাচনের কারণে এই প্রক্রিয়া ব্যাহত হবে কিনা? পররাষ্ট্রমন্ত্রীর সাফ জবাব, না। পুরো প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাংলাদেশ, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরকে রাখতে চাইলেও মিয়ানমার তাতে রাজি হয়নি। ফলে এ নিয়ে উদ্বিগ্ন বিশ্ব সম্প্রদায়। পররাষ্ট্রমন্ত্রীর দাবি, এটি মিয়ানমারের সরকারের ইচ্ছা। তবে রোহিঙ্গাদের ফেরাতে চুক্তি হলেও, আন্তর্জাতিক মহলকে দিয়ে দেশটির ওপর চাপের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। দুই বছরের মধ্যে ২০১৬ সালের পরে আসা রোহিঙ্গাদের পুনর্বাসন শেষ করতে হলে, দিনে অন্তত ১০২৮ জনকে ফেরত পাঠাতে হবে। যেখানে বর্তমান চুক্তি অনুযায়ী সপ্তাহে দেড় হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠাতে চায় বাংলাদেশ। কিন্তু মিয়ানমার দৈনিক ৩০০ জন এবং সপ্তাহে ১৫শ’ রোহিঙ্গাকে ফেরত নিয়ে রাজি হয়েছে। বিদ্যমান সংখ্যা না বাড়লে ২০১৬ সালের পরে আসা ৭ লাখ ৪২ হাজার রোহিঙ্গাকে ফেরাতে কমপক্ষে ৯ বছর সময় লাগবে।