আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮/০৩/২০২৫ ৮:৪৪ পিএম

চলতি বছরের ডিসেম্বরে অথবা ২০২৬ সালের জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জানিয়েছেন মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লেইং। ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর এই প্রথম নির্বাচনের তারিখ ঘোষণা করল জান্তা সরকার।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল শুক্রবার বেলারুশ সফরকালে জান্তা প্রধান নির্বাচন নিয়ে কথা বলেন। তিনি বলেন, মিয়ানমারে এবার ‘অবাধ ও নিরপেক্ষ’ ভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অংশ নেয়ার জন্য ইতোমধ্যে দেশের ৫৩টি রাজনৈতিক দল তালিকা জমা দিয়েছে।

মিনস্কে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক করেন মিন অং হ্লেইং। বৈঠক শেষে তিনি জানান, নির্বাচন পর্যবেক্ষণ করতে বেলারুশের নির্বাচন পর্যবেক্ষক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সর্বশেষ ২০২০ সালে মিয়ানমারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখলে নেন জান্তা প্রধান মিন অং হ্লেইং।

ক্ষমতা দখলের পর গণতন্ত্রপন্থী নেতা অং সান সূচির দল এনএলডির নেতাকর্মীদের বিরুদ্ধে রক্তাক্ত অভিযান শুরু করে জান্তা বাহিনী। একই সময়ে অং সান সূচিকে গৃহবন্দী করে রাখা হয়।

অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পর থেকে মিন অং হ্লেইং বারবার বহুদলীয় নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন। গত বছরের জুনে তিনি বলেছিলেন, ২০২৫ সালে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

বৈশ্বিক অনুদান কমায় রোহিঙ্গা শিশুদের পড়ালেখার ক্ষতি হচ্ছে

বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে শিশু শিক্ষার পরিস্থিতি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান ...

যে কারনে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প

এবার ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। পাবলিকান আইনপ্রণেতা ...

ট্রাম্পের অনুরোধে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে কাতার

ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে তেহরানকে রাজি করাতে মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক ...