আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮/০৩/২০২৫ ৮:৪৪ পিএম

চলতি বছরের ডিসেম্বরে অথবা ২০২৬ সালের জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জানিয়েছেন মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লেইং। ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর এই প্রথম নির্বাচনের তারিখ ঘোষণা করল জান্তা সরকার।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল শুক্রবার বেলারুশ সফরকালে জান্তা প্রধান নির্বাচন নিয়ে কথা বলেন। তিনি বলেন, মিয়ানমারে এবার ‘অবাধ ও নিরপেক্ষ’ ভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অংশ নেয়ার জন্য ইতোমধ্যে দেশের ৫৩টি রাজনৈতিক দল তালিকা জমা দিয়েছে।

মিনস্কে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক করেন মিন অং হ্লেইং। বৈঠক শেষে তিনি জানান, নির্বাচন পর্যবেক্ষণ করতে বেলারুশের নির্বাচন পর্যবেক্ষক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সর্বশেষ ২০২০ সালে মিয়ানমারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখলে নেন জান্তা প্রধান মিন অং হ্লেইং।

ক্ষমতা দখলের পর গণতন্ত্রপন্থী নেতা অং সান সূচির দল এনএলডির নেতাকর্মীদের বিরুদ্ধে রক্তাক্ত অভিযান শুরু করে জান্তা বাহিনী। একই সময়ে অং সান সূচিকে গৃহবন্দী করে রাখা হয়।

অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পর থেকে মিন অং হ্লেইং বারবার বহুদলীয় নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন। গত বছরের জুনে তিনি বলেছিলেন, ২০২৫ সালে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

মিয়ানমারের বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়ার সম্ভাবনা কম : ইইউ

সামরিক শাসিত মিয়ানমারে অনুষ্ঠিতব্য নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনও পরিকল্পনা নেই ইউরোপীয় ইউনিয়নের। কারণ এই নির্বাচন ...

‘হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে, প্রয়োজনে সহিংসভাবে করব’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে। প্রয়োজন হলে ...

রোহিঙ্গাদের জন্য নতুন আন্তর্জাতিক তহবিল তোলার দাবি যুক্তরাষ্ট্রের

রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন আন্তর্জাতিক তহবিলের দাবি তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ...

গাজায় দলে দলে বাড়ি ফিরছে মানুষ

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় ...