ডেস্ক রিপোর্ট::
ছুটির দিন শুক্রবার বিকেলে নাতি-নাতনিদের সঙ্গে খুনসুঁটিতে মেতেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার এই ছবি পরে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও। এর পরই সেটি ভাইরাল হয়ে যায়।
ছবিতে দেখা যায়, কখনও নাতনির চুলের বেণী বেঁধে দিচ্ছেন প্রধানমন্ত্রী, আবার কখনও দুরন্ত নাতি-নাতনিদের সঙ্গে মেতেছেন খুনসুঁটি-হাস্যোল্লাসে। ছুটির দিনে এমনই এক অনিন্দ্য সুন্দর পারিবারিক আবহে আনন্দঘন বিকেল কাটিয়েছেন তিনি।
এমন মুহূর্তের দু’টি ছবি পোস্ট করে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন তার ফেসবুকে লেখেন, ‘আজ বিকেলে গণভবনে নাতি-নাতনিদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির সন্তান লীলা ও কাইয়ূস এর সাথে শেখ হাসিনা। সাধারণে অসাধারণ আমাদের আপা...আমাদের ঠিকানা।’