শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
বাইশারী জুনিয়ার বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগ উঠলো পার্শ্ববর্তী এলাকার এক বখাটের বিরুদ্ধে। গত ১ মার্চ (বুধবার) রাতে আধাঁরে চাঞ্চল্য কর ঘটনাটি ঘটেছে নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তুফান আলী পাড়া এলাকায়। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় ওই এলাকার বাসিন্দ মোঃ কামালের পুত্র বখাটে মোঃ রাকিব (১৬) । খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ছাত্রী চেনুয়ারা আক্তাকে (ছদ্ম নাম নুরী) (১৩)। তবে এখন পর্যন্ত অভিযুক্ত বখাটে মোঃ রাকিবের বিরুদ্ধে আক্রান্ত পরিবারকে কোন ধরনের মামলা দায়ের না করার জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্ত স্কুল ছাত্রীর সন্ধ্যায় বাড়ীর পার্শ্বে সুপিয় পানির জন্য কলস নিয়ে টিউবওয়েল পর্যন্ত গেলে উৎপেতে থাকা ওই বখাটে ছেলে (ছদ্ম নাম নুরীর) শরীরে স্পর্শ করতে গিয়ে (ছদ্ম নাম নুরী) দস্তাদস্তি করে পালিয়ে যাওয়ার সময় অন্ধকারে হুছুঁট খেয়ে পা একটি দ্বি খন্ডিত হয়েছে। সে বাইশারী জুনিয়ার বালিকা বিদ্যালয়ে অষ্টম শ্রেনির ছাত্রী।
আক্রান্ত ছাত্রীর পরিবারের অভিযোগ, বেশ কিছু দিন ধরের তাদের মেয়ের পিছু পিছু যাওয়া আসা করতো ওই বখাটে মোঃ রাকিব। সেই বিষয়টি তারা এর আগেও লক্ষ্য করেছেন। বুধবার সন্ধ্যায় বাড়ীর পার্শ্বে সুপিয় পানির জন্য কলস নিয়ে টিউবওয়েল পর্যন্ত গেলে উৎপেতে থাকা ওই বখাটে রাকিব (ছদ্ম নাম নুরীর) শরীরে স্পর্শ করতে গিয়ে নুরী দস্তাদস্তি করে পালিয়ে যাওয়ার সময় অন্ধকারে হুছুঁট খেয়ে পা একটি দ্বি খন্ডিত হযে যায়। সেই আক্রান্ত ছাত্রী কক্সবাজারের চকরিয়া জমজম হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে পাচঁ দিন ধরে। আর এদিকে সরকারী দলের কথিপয় নেতারা উঠে পড়ে লেগেছে ঘটে যাওয়া ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য।
এবিষয়ে ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আবু তাহের জানান,ঘটনাটি সত্য তবে বখাটে রাকিব পরিবার এলাকার প্রভাবশালীদের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আক্রান্ত পরিবাররা প্রভাবশালী নেতাদের ছাপের মূখে কোন ধরনের মামলা করতে সাহস পাচ্ছেনা। এ অসহায় পরিবারকে টাকারও প্রলোভন দেখিয়ে আসচ্ছেন প্রতিনিয়ত।