বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চাকঢালা সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ সালাম (৪৫) নামের এক বিএনপি নেতার বাম পা ক্ষত-বিক্ষত হয়েছে।
শনিবার দুপুরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা ৪৪ নম্বর সীমান্ত পিলারের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক।
আহত মোহাম্মদ সালাম নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি।
স্থানীয়দের বরাতে ওসি মাসরুরুল হক বলেন, শনিবার দুপুরে মোহাম্মদ লাকড়ি সংগ্রহের জন্য অবৈধভাবে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেন। এক পর্যায়ে সেখানে আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনি আহত হন। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্যরা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তিনি এখন সেখানে চিকিৎসাধীন।
বিস্ফোরণের ঘটনায় আহত ব্যক্তির বাম পা ক্ষত-বিক্ষত হয়েছে বলে জানান ওসি।
সীমান্ত এলাকার লোকজন জানিয়েছেন, মিয়ানমারের ওপারে সীমান্ত এলাকা দখলে নেওয়া বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি অ্যান্টি–পারসোনাল মাইন স্থাপন করে রেখেছে। মিয়ানমারের পুরান মাইজ্জা ক্যাম্পের দায়িত্বপূর্ণ আশেপাশের এলাকায় ওই মাইনের বিস্ফোরণে মোহাম্মদ সালাম আহত হন।