উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/০৯/২০২২ ৯:১৭ এএম

রেডমি সিরিজে শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন আনল শাওমি। মডেল রেডমি এ১। শাওমি দাবি করছে এই ফোন একবার চার্জ দিলে টানা ৩০ দিন চলবে। যদিও এতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। যা কি না একদিন চলার জন্য যথেষ্ট। ৩০ দিন কেবল স্ট্যান্ডবাই মোডে কেবল সচল থাকতে পারবে।

এই ফোনের পেছনে ডুয়াল ক্যামেরায় থাকছে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের।

redmi phoneইংরেজি ছাড়াও এই ফোনে আরও ২০ টি ভাষা প্রি-ইনস্টল করা আছে।

নতুন রেডমি ফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও এ২২ চিপসেট।

এন্ট্রি লেভেলের ডিভাইসটিতে ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম রয়েছে। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেওয়া যাবে।

ডুয়াল সিমের রেডমি এ১ মডেলের হ্যান্ডসেটটি চলবে অ্যানড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে।

redmiএই ফোনে ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে থাকছে।

ব্যাকআপের জন্য এতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। যা চার্জ দেওয়ার জন্য রয়েছে ১০ ওয়াটের চার্জার।

পাঠকের মতামত

টেলিটকের ৪৮ লক্ষ গ্রাহকের সমস্যা দূর করার জন্য যাদুকরি পদক্ষেপ : পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক বলেছেন, জীবন কানক্টেভিটি হবে বিটিসিএলর লাইফ ...