ইমাম খাইর, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৮/০৯/২০২২ ৩:৫০ পিএম

প্রখ্যাত নজরুল গবেষক ও কথা সাহিত্যিক কবি জাকির আবু জাফরকে সংবর্ধিত করেছে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজার শাখা।
এ উপলক্ষ্যে রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে ‘শিশুদের নজরুল’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে জাকির আবু জাফর বলেছেন, কবি নজরুল ছিলেন চরম পরিশ্রমি, সত্যবাদি ও প্রতিবাদি। জমিদারি প্রথা ভেঙে গেয়েছেন গরিবের জয়গান। লিখেছেন শিশুদের কথা। মাত্র ৬ বছর বয়সে নামাজের ইমামতি করেছেন। আজানও দিয়েছেন।
তিনি বলেন, নজরুল আমাদের প্রেরণার কবি, জাগরণের প্রতিচ্ছবি। তিনি অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছেন। লিখে গেছেন অবিরত।
অধ্যক্ষ হাফেজ রিয়াদ হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত কবি জাকির আবু জাফর বলেন, প্রচুর অধ্যাবসায়ী ছিলেন আমাদের নজরুল। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তাকে নিয়ে আজ বড় বড় প্রতিষ্ঠানে গবেষণা হচ্ছে। ডক্টরেট নিচ্ছে।
বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি, ফার্সি, মারাটিসহ ৭টি ভাষা জানতেন। এসব ভাষায় লিখেছেন ছড়া, কবিতা, গানসহ অনেক কিছু।
শিশুতোষ কাব্যগ্রন্থে অমর হয়ে আছেন নজরুল। সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ, অত্যাচার, বৈষম্য, শোষণ ও পরাধীনতার বিরুদ্ধে আপোসহীন ছিলেন। সাহসী কণ্ঠে সোচ্চার কবি লিখে গেছেন অসংখ্য কবিতা, গান, গল্প, সঙ্গীত, প্রবন্ধ, উপন্যাস।
অনুষ্ঠানে কবি জাকির আবু জাফরের সুরেলা কণ্ঠে গান, ছন্দময় কবিতা আবৃত্তি আর বক্তব্যে শিশুকিশোররা বেশ আনন্দ ও প্রেরণা পায়।
এ সময় তিনি শিক্ষার্থীদের বলেন, নজরুলকে জানবে। কবিতা পড়বে। শিখবে। তখন নিজেরা চমৎকার মানুষ হবে।
আয়োজনে বিশেষ অতিথি ছিলেন সিবিএনের বার্তা সম্পাদক ইমাম খাইর।
তানযীমুল উম্মাহর শাখা কো-অর্ডিনেটর আবু সায়েম মুহাম্মদ ফোরকানের সঞ্চালনায় অনুষ্ঠানে নাজেমে তালিমাত শামসুদ্দিনসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...