প্রকাশিত: ০৩/০৮/২০১৭ ১০:১৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৪৪ পিএম

ফারুক আহমদ, উখিয়া::
আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শোক ও আলোচনা সভা বৃহস্পতিবার মরিচ্যা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ছাত্র পরিষদ উখিয়া উপজেলা শাখার উদ্যেগে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মাহমুদুল হক চৌধুরী বলেন, জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলাদেশ বিনির্মাণে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় রাখতে হবে। দেশ ও জাতির ভাগ্য উন্নয়নে আগামী সংসদ নির্বাচনে নৌকার পক্ষে সবাইকে এক যোগে কাজ করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে এগিয়ে আসার আহবান জানান তিনি।

বঙ্গবন্ধু ছাত্র পরিষদ উখিয়া উপজেলা শাখার সভাপতি মিজবাহ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি সাজ্জাদ হোছাইন শুভ। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উখিয়া আওয়ামীলীগের সহসভাপতি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন, উখিয়া আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মাহবুব, হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মেম্বার মোহাম্মদ ইসলাম, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কক্সবাজার জেলা শাখার সহসভাপতি আবুল মনছুর উখিয়া স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেম্বার স্বপন শর্মা রনি, উখিয়া কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ও উখিয়া ছাত্র লীগের যুগ্ন সম্পাদক আবছার উদ্দিন শান্ত। বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা এইচ.এম রায়হান। সভাটি পরিচালনা করেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ উখিয়া শাখার সাধারণ সম্পাদক রফিক মাহমুদ।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ...

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...