ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/১১/২০২৩ ১:৩২ পিএম

দেশে মুসলমানের সংখ্যা বাড়লেও কমেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মালম্বীদের সংখ্যা।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে জনশুমারি ও গৃহগণনা ২০২১ এর প্রকল্প পরিচালক চূড়ান্ত প্রতিবেদনে মো. দিলদার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১০ বছরে মুসলমান বেড়েছে শূন্য দশমিক ৬৯ শতাংশ। হিন্দু শূন্য দশমিক ৫৮ শতাংশ। বৌদ্ধ শূন্য দশমিক ১ শতাংশ। খ্রিস্টান শূন্য দশমিক ১ শতাংশ এবং অন্যান্য ধর্মালম্বী কমেছে শূন্য দশমিক ৮ শতাংশ।

মো. দিলদার হোসেন জানান, দেশে বর্তমানে মোট জনসংখ্যার ৯১ দশমিক ৮ শতাংশ মুসলমান, ২০১১ সালে ছিল ৯০ দশমিক ৩৯ শতাংশ। বর্তমানে হিন্দু ৭ দশমিক ৯৬ শতাংশ ও ২০১১ সালে ছিল ৮ দশমিক ৫৪ শতাংশ। বর্তমানে বৌদ্ধ শূন্য দশমিক ৬১ ও ২০১১ সালে ছিল দশমিক ৬২ শতাংশ। বর্তমানে খ্রিস্টানের সংখ্যা শূন্য দশমিক ৩০ শতাংশ ও ২০১১ সালে ছিল শূন্য দশমিক ৩১ শতাংশ। আর অন্যান্য ধর্মালম্বীদের বর্তমান সংখ্যা শূন্য দশমিক শূন্য ৬ শতাংশ ও ২০১১ সালে ছিল শূন্য দশমিক ১৪ শতাংশ।

পাঠকের মতামত

উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে

উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হচ্ছে। এছাড়া পুলিশের উচ্চ পদেও রদবদলের সিদ্ধান্ত হয়েছে। আজই ...

নিরাপত্তা নিশ্চিতে গানম্যান পেলেন নাহিদ-সারজিস-হাসনাত-জারা

চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনে যু্ক্ত থাকা ব্যক্তিত্ব, সমন্বয়ক, সংসদ-সদস্য প্রার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ...