বার্তা পরিবেশক::
করোনাকালীন সময়ে মাদকের ভয়াবাহ বিস্তার বেড়েছে বান্দরবান-কক্সবাজার সীমান্তবর্তী এলাকায় বিশেষ করে বাইশারী-গর্জনিয়া দুই ইউনিয়নের মধ্যবর্তী স্থান উত্তর বড়বিল জারাইল্ল্যাঝিরি নামক যায়গায়টি মাদক কারবারি ও সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা হয়ে উঠেছে।
সেখানে একাধিক আস্তানায় ইয়াবা,মদ, পেন্সিডেলের ঘাটির সন্ধান মিলেছে তবে মুখ খুলার সাহস করো নেই।জানাগেছে, এসব নিয়ন্ত্রণ করছে ভয়ংকর সন্ত্রাসী (জালাল উদ্দিন) প্রকাশ রইব্বা ও তার ভাই শীর্ষ ডাকাত জুনাইদ।
খোঁজ নিয়ে জানা যায়,(জালাল উদ্দিন) প্রকাশ রবি আর জুনাইদ এরা দুই ভাইয়ের নেতৃত্বে মাদক ব্যবসার পাশাপাশি গুম, খুন,অপহরণ সহ বিভিন্ন ভয়ঙ্কর অপরাধ সংঘটিত হয়ে আসছে।
সাম্প্রতিক তাদের মাদকের ব্যবসা বিরুদ্ধে প্রতিবাদ করায় স্থানীয় মুক্তিযোদ্ধা ডাঃনুরুল আবছারের ছেলে তরুণ ইউটিবার ছরওয়ারকে এলোপাথাড়ি কুপিয়েছে তারা,এ ঘটনায় মামলা হলেও সন্ত্রাসীদের হুমির মুখে এই মুক্তিযোদ্ধা পরিবার।
মাদকের ব্যবসার কেন্দ্র করে ২০১৪সালে স্থানীয় আব্দুর রহিম (২৯)আর ইলিয়াস (২৮) নামে দুই ব্যক্তিকে জবাই করে হত্যা করেছিল রইব্বা ডাকাত এবং তার বাহিনী।
এই মামলায় অনেকেই জেল খেটেছেন কিন্তু বরাবরই ধরাছোঁয়ার বাইরে আছে অভিযুক্ত রইব্বা ডাকাত।
হত্যাকাণ্ডের পর অভিযানের মূখে চট্টগ্রামে আত্মগোপন করেন ডাকাত রইব্বা,সেখানে চট্টগ্রামের বাইজীদ এলাকার এক পুলিশ কর্মকর্তার শিশু সন্তান অপহরণ করে মুক্তিপন দাবি করে,পরে পুলিশের বিশেষ অভিযানে শিশুকে উদ্ধার হয়।
বর্তমানে রইব্বা ডাকাত নিজ এলাকায় শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তুলেছেন।তারা দুই ভাই রইব্বা ও জুনাইদ এর রাজত্ব চলে পুরো এলাকা।
তাদের শেল্টার দিচ্ছে স্থানীয় দুই একজন সাবেক জনপ্রতিনিধি এমনটাই জানিয়েছে স্থানীয়রা।
এদিকে গত ১৭জু রাতে বাককলের পার্শে মিতারছড়া নামক স্থান থেকে আন্ধাইয়া নামক এক ব্যক্তিকে অপহরণ করার খবর পাওয়া গেছে, ধারনা করা হচ্ছে তারা দুই ভাইয়ের নেতৃত্বে তাকে অপহরণ করা হয়েছে তবে আইনশৃঙ্খলা বাহিনী এরই মধ্যে অপহৃতকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়,ভয়ংকর সন্ত্রাসী জালাল উদ্দিন প্রকাশ রইব্বার নামে বিভিন্ন থানায় হত্যা, অপহরণ,ডাকাতিসহ ৯টি মামলা রয়েছে,যতাক্রমে দায়েরকৃত যার মামলা নং-জি আর ২০৬/ জি আরঃ৯০/১৩/ জি আরঃ ১২৮/জি আরঃ ০৫/৩/জি আরঃ ১১২ /রামু থানায় দায়েরকৃত১৮/২৬২/ জি আর ১০৯/ধারা/১৯/এ জি আরঃ/১০৮/ধারা/৩৯৯/৪০২/
জি আরঃ৫৫/২০৪/ চট্টগ্রাম বাইজীদ থানায় দায়েরকৃত অপহরণ /৩১২/ ২৭/১১/২০১৪। নং জি আর ১০৯/ ধারা ১৯/এ, জি আর ১০৮/ ধরা ৩৯৮/৪০২/ জি আর ১০৭/ জি আরঃ৫৫/২০৪/ এছাড়া নাইক্ষংছড়ী ও রামু থানায় ৪টি মামলা রয়েছে। এরপরও তারা বরাবরই আইনশৃঙ্খলা বাহিনীর নাগালের বাইরে রয়েছে,
রইব্বা নাম ঠিকানা পরিবর্তন করে পাসপোর্ট বানিয়ে বিদেশ পালানোর চেষ্ট চালাচ্ছেন স্থানীয়দের দাবি এর আগে তাকে আটক করা হোক।
১নং বড়বিল ইউপি সদস্য নুরুল ইসলাম,প্রবীণ রাজনীতিবিদ ওয়ার্ড আওয়ালী'লীগ সভাপতি ইসলাইল, ভুক্তভোগী সমাজ সেবক আব্বাস ও আব্দুশুক্কুর,
এবং সাধারণ মানুষের দাবি সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শত শত সন্ত্রাসী বন্দুকযুদ্ধে নিহত হলেও এই ভয়ংকর সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি
এই অপারধীদের গ্রেপ্তার করে কঠোরভাবে আইনের আইনের আওতায় আনা দরকার বলে মনে করেন তারা।
এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল খায়ের বলেন, তারা দুই ভাইসহ সন্ত্রাসীরা যে কোন সময় পুলিশের হাতে ধরা পড়বে। করোনায় ভয়াবহতার মধ্যেও পুলিশ বসে নাই।
জুনাইদ এবং জালাল উদ্দিন(প্রকাশ) রবিউল দুই সহোদর বান্দরবান বাইশারী ইউনিয়নের মঘেরখিল বাদশার মিয়ার ছেলে বলে জানা গেছে।