প্রকাশিত: ০৯/০৯/২০১৬ ৮:৩২ এএম

deepika-shahrukh-homeসঞ্জয় লীলা বানসালি ‘পদ্মাবতী’ চলচ্চিত্রের জন্য চেয়েছিলেন শাহরুখ খানকে। চরিত্রটি দ্বিতীয় নায়কের হওয়ার কিং খানের একদমই পছন্দ হয়নি। সরাসরি ‘না’ না বলে দ্বিগুণ পারিশ্রমিক চেয়ে ফিরিয়েছেন পরিচালককে।

’পদ্মাবতী’র নাম ভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। রণবীর সিংকে দেখা যাবে আলাউদ্দিন খিলজির চরিত্রে। অন্যদিকে শাহরুখকে প্রস্তাব দেওয়া রাজা রাওয়াল রতন সিং চরিত্রে অভিনয় করছেন শহীদ কাপুর।

প্রথমদিকে শোনা যায়, ‘পদ্মাবতী’র নামই পছন্দ হয়নি শাহরুখের। তাই পরিবর্তন করতে বলেছিলেন। কিন্তু বলিউড লাইফ জানায়, এ খবর ঠিক নয়। শাহরুখের হাতে বেশকিছু সিনেমা জমে আছে। দ্বিতীয় নায়কের চরিত্রে মুখ দেখানোর ফুসরতই নেই তার। তাই স্বাভাবিক পারিশ্রমিকের দ্বিগুণ চেয়ে টাকা দাবি করেন।

আরো শোনা যায়, আলাউদ্দিন খিলজির চরিত্রটিই চেয়েছেন শাহরুখ। এটাও নাকি পুরোপুরি গুজব।

ঐতিহাসিক চরিত্র হিসেবে রাওয়াল রতনকে সবাই দুর্বল গোছের শাসক হিসেবেই জানে। যিনি কিনা খিলজির কাছে সাম্রাজ্য, ক্ষমতা, এমনকি স্ত্রীকেও হারিয়েছেন। এ ভূমিকায় অভিনয়ে কয়েক শর্তে রাজি হন শহীদ। রাওয়াল চরিত্রটিকে খানিকটা পাল্টাতে হবে। আর তাকে পারিশ্রমিক দিতে হবে ৯ থেকে ১০ কোটির মধ্যে।

স্বপ্নের সিনেমাটি বাস্তবায়নে সঞ্জয় সব শর্তই মেনে নেন। চিত্রনাট্য পরিবর্তনের কথা শুনে রণবীর বেঁকে বসলে তাকেও ঠিকঠাক বুঝিয়ে বলেন।

পাঠকের মতামত

নায়িকা নুসরাত ফারিয়া আটক

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার বিরুদ্ধে ২০২৪ সালের ...

সেলিব্রিটি ক্রিকেট লিগে অশ্লীলতা: লিগ্যাল নোটিশ পাঠালেন সুপ্রিম কোর্টের আইনজীবী

বিনোদন ও ক্রিকেটের সংমিশ্রণে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগ এবার মোড় নিয়েছে নতুন বিতর্কের। খেলার চেয়ে ...

বিয়ে করলেন জামিল-মুনমুন

বর-কনে রূপে ছবি পোস্ট করলেন অভিনয়শিল্পী জামিল-মুনমুন। বিয়ে করেছেন ছোট পর্দার এ দুই অভিনয়শিল্পী। ৬ ...