ভারতের নয়াদিল্লির পর এবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের (ডেপুটি হাইকমিশন) সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
সম্প্রতি ময়মনসিংহে পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও মরদেহ পোড়ানোর প্রতিবাদে ভারতে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতৃত্বে এ বিক্ষোভ কর্মসূচী চলছে।
আজ কলকাতার বেকবাগানে বাংলাদেশের উপদূতাবাসের বাইরে প্রতিবাদ কর্মসূচীতে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে অগ্রসর হতে চাইলে পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। বিক্ষোভকারীদের উপস্থিতি বাড়তে থাকলে এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়।
বাংলাদেশ উপদূতাবাসে স্মারকলিপি দেওয়া হবে বলে জানিয়েছে বিক্ষোভকারীরা। এসময় পুলিশ বাধা দিলে পুরো বেকবাগান এলাকায় শুরু হয়ে যায় তুমুল হট্টগোল। বেশ কয়েক দফায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধলে লাঠিচার্জ করে পুলিশ।
এ সময় পুলিশের আঘাতে বিক্ষোভকারীদের কয়েকজন আহত হয়েছে বলেও জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কয়েকজনকে টেনেহিঁচ়ড়ে প্রিজ়ন ভ্যানে তোলে।
উল্লেখ্য, বাংলাদেশের উপদূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শনে নেতৃত্ব দিচ্ছে বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, এভিবিপি (বিজেপি’র ছাত্র সংগঠন), হিন্দু জাগরণ মঞ্চসহ একাধিক হিন্দুত্ববাদী সংগঠন।