ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/১১/২০২৪ ১০:২২ এএম

বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেছেন, বিগত ভোটারবিহীন নির্বাচনে দিনের ভোট রাতে না নিলে শেখ হাসিনাকে এভাবে কর্মীদের ছেড়ে পালাতে হত না।

তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের নাটক সাজিয়ে মনগড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে জামায়াতের শীর্ষ নেতাদের যেভাবে ফাঁসি দেওয়া হয়েছে, এখন সেই আদালতে শেখ হাসিনাকে ফাঁসি দিতে দাবি জানাচ্ছে দেশের জনগণ।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে টেকনাফ হ্নীলা আল-ফালাহ অ্যাকাডেমির মাঠে জামায়াতের ইউনিয়ন কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্ষমতায় গিয়ে বৈষম্য করে রাষ্ট্র চালানোর কারণে আজ এমন পরিণতি হয়েছে উল্লেখ করে মাওলানা শাহজাহান বলেন, হাসিনার আমলের নির্বাচনে কেন্দ্রে কোনো ভোটার না থাকলেও কয়েকটি কুকুর কেন্দ্রের চারপাশে ছিল, যা আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি। রাতে ভোট সিল মেরে নৌকার বিজয় নিশ্চিত করার কারণে সকালে আওয়ামী লীগের কর্মীরা পর্যন্ত ভোট কেন্দ্রে যায়নি।

জামায়াত নেতা বলেন, আগামীতে গণতন্ত্র ও ইসলামি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে দেশে কোনো বৈষম্য থাকবে না। জামায়াত ইসলামি সবাইকে সঙ্গে নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে।

এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থেকে জামায়াত ইসলামিকে শক্তিশালী করার আহবান জানান দলটির কেন্দ্রীয় নেতা মাওলানা মোহাম্মদ শাহজাহান।

সম্মেলনে ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা গিয়াস উদ্দিন সভাপতিত্ব করেন। সেক্রেটারি মো. ইব্রাহীমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, কক্সবাজার জেলা জামায়াতের আমির মাওলানা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, সেক্রেটারি মোহাম্মদ জাহেদুল ইসলাম, টেকনাফ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর হোসাইন সিদ্দিক, সেক্রেটারি মাওলানা রফিক উল্লাহ, কক্সবাজার শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সরওয়ার কামাল সিকদার, টেকনাফ উপজেলা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ তারেক।

এছাড়া এতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

পাঠকের মতামত

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...