প্রকাশিত: ১২/১১/২০২১ ৭:৫৭ পিএম , আপডেট: ১২/১১/২০২১ ৭:৫৮ পিএম

হাফেজ মুহাম্মদ কাশেম::
টেকনাফে বন্য হাতীর আক্রমণে শিফা (১৮) নামে এক তরুণী নিহত হয়েছেন। টেকনাফের উপকুলীয় ইউনিয়ন বাহারছরা চৌকিদারপাড়া শিলছড়ি পাহাড়ি এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। ক্ষুধার্ত বন্য হাতির আক্রমণে নিহত হওয়া শিফা নামের মাদ্রাসা শিক্ষার্থী তরুণীর আগামী তিন দিন পর পাশ্ববর্তী এক তরুণের সঙ্গে বিবাহের দিন ধার্য ছিল।
বাহারছরা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মাওঃ আজিজ উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার ১১ নভেম্বর ভোর রাতে খাবারের সন্ধানে একটি বন্য হাতী লোকালয়ে নামে। এসময় সকলে ঘুমন্ত অবস্থায় ছিল। বন্য হাতীটির আক্রমণে মৃত নুর মোহাম্মদের কাঁচা বসতঘর ভেঙ্গে চুরমার হয়ে যায়। প্রথমে পদদলিত করার পর ঘুমন্ত শিফাকে শূড়ঁ দিয়ে ছুড়ে মারে। এতে তরুণী শিফা গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে গুরুতর আহত শিফাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। শিফা বাহারছড়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী ছিল। নিহত শিফার বাবা গত ৫ বছর আগে মারা গেছেন। তার মা মনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন দিনাতিপাত করছে। হাতির আক্রমণের সময় মেহেদী নামে এক ছোট শিশুসহ মানসিক ভারসাম্যহীন মা বাড়ির কোনে লুকিয়ে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারও কোন অভিযোগ বা আপত্তি না থাকায় লাশ দাফন করা হয়েছে।
শিলখালী রেঞ্জের বনকর্মকর্তা মোহাম্মদ হাসান বলেন, ‘হাতির পাল লোকালয়ে নামে খাদ্যের সন্ধানে। মানুষ উত্তেজিত না করলে চুপিসারে চলে। কিন্তু এই হাতিটি লোকালয়ে নামা ও আক্রমণ করার সময় কেহই বুঝতে পারেনি। উপজেলা নির্বাহী কর্মকর্মতার মাধ্যমে একটা কমিটি আছে। বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত হলে সেই কমিটি ইউপি সদস্য ও রেঞ্জ কর্মকর্তার সুপারিশে আর্থিক সহায়তায় সুযোগ রয়েছে’

পাঠকের মতামত

আজ পহেলা বৈশাখ

আজ রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ-বাংলা নববর্ষ। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বাংলা বর্ষ ১৪৩১ ...

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত এলাকায় ভ্রমণে নিষেধাজ্ঞা

বান্দরবানে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত রুমা,রোয়াংছড়ি ও থানচি এলাকায় পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করছে বান্দরবান জেলা প্রশাসন। ...

বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত

পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন- বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার মোঃ ...