টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি::
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালীয়া পাড়া থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। তবে এসময় কেউ আটক হয়নি।
শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান সমকালকে বলেন, মিয়ানমার থেকে ইয়াবা এনে ওই এলাকায় দিয়ে ইয়াবার একটি চালান পাচার হচ্ছে-এমন সংবাদ পেয়ে শুক্রবার বিকালে থানা পুলিশের পরির্দশক (ওসি তদন্ত) শেখ আশরাফুল জামান ও মো. শফিউল আযমের নেতৃত্বে একটি টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পলিথিন ব্যাগ ফেলে তারা পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও বলেন, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।