কক্সবাজারের টেকনাফে সিএনজিচালিত অটোরিকশায় ২০ রাউন্ড গুলি পাচার করার সময় নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ঝিমংখালি গ্রামের মুহাম্মদ সেলিম ও রাজিয়া বেগম।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
ওসি জানান, শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে টেকনাফ মডেল থানার পুলিশের এএসআই (নিরস্ত্র) মজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ হ্নীলা ইউপিস্থ চৌধুরা পাড়া অংশুক বৌদ্ধ বিহারের সামনে অস্থায়ী চেক পোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় রঙ্গিখালী থেকে মিনাবাজারগামী একটি অটোকে নিয়মিত তল্লাশির জন্য সিগন্যাল দিয়ে থামানো হয়।
অটোটিতে (রেজি. নং-কক্সবাজার থ ১১-৭৫৭৬) থাকা যাত্রীদের আচরণ সন্দেহজনক হওয়ায় তল্লাশি করা হয়। তখন তারা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের নিকট গুলি আছে স্বীকার করেন এবং নিজ নিজ হেফাজতে থাকা ১০ রাউন্ড করে ২০ রাউন্ড গুলি বের করে দেন। এসব গুলি পলাতক আসামি রবি আলমের নিকট থেকে সংগ্রহ করে তারা অন্যত্র পাচার করছিলেন বলে জানান। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।