জসিম উদ্দিন টিপু, টেকনাফ::
টেকনাফে “সোলার পার্ক” কেন্দ্রস্থান পরিদর্শন করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্য্যলয়ের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদল। ১০মার্চ জুমাবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী মূখ্য সমন্বয়কের নেতৃত্বে প্রতিনিধিদল উপজেলার আলীখালীতে ২০মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার বিদ্যুৎ কেন্দ্রে স্থান পরিদর্শনে আসেন। এসময় স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের নেতৃত্বে এলাকাবাসী প্রতিনিধিদলকে ফুল দিয়ে স্বাগত জানান। প্রতিনিধি দলে ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য মম্বনয়ক এসডিজি মো: আবুল কালাম আজাদ, ভুমি মন্ত্রণালয়ের সি: সচিব মেজবাউল আলম, বাংলাদেশ এনার্জী রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান মনোয়ার হোসেন, বেজার চেয়ারম্যান প্রবন চৌধুরী, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, জ¦ালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরী, বিদ্যুৎ বিভাগের সচিব আহমদ কায়ছার, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইশতিয়াক আহমদ, অতিরিক্ত সচিব মো: হারুন অর রশিদ, মো: আইয়ুব, জেলা প্রশাসক মো: আলী হোসেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কর্ণেল ফোরকান আহমদ। সোলার পার্ক কেন্দ্র স্থান পরিদর্শন শেষে প্রতিনিধিদল বাস্তবায়নকারী প্রতিষ্ঠান “জুলস পাওয়ার” লিমিটেডের কর্মকর্তা এবং স্থানীয়দের সাথে খোলামেলা আলাপ আলোচনা করেন। এসময় জুলস পাওয়ার লিমিটেডের এম.ডি নুহের লতিফ খাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শফিউল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন, ইউপি চেয়ারম্যান এইচ.কে.আনোয়ার সিআইপি, টেকনাফ সোলারটেক এনার্জি লিমিটেডের এম.ডি মাহমুদুল হাসান, কনসালটেন্ট হেলাল উদ্দিন, স্থানীয় মেম্বার জামাল হোছাইনসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। ১১৬ একর জমির উপর পাওয়ার জুলস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান টেকনাফ সোলার টেক এনার্জি লি: ২০মেগাওয়াট বিদ্যুৎ কেন্দর কাজ করছেন। প্রতিষ্ঠানটি চলতি সনের ৯ফেব্রুয়ারী পিডিবির সাথে ২০বছরের জন্য পাওয়ার সাপ্লাই চুক্তিতে আবদ্ধ হয়েছেন। ২০১৮সনের ফেব্রুয়ারী মাসে এই সোলার পার্ক থেকে ২০মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হবে।#