প্রকাশিত: ২৬/০৪/২০২২ ১০:৫৬ এএম , আপডেট: ২৬/০৪/২০২২ ১১:০৬ এএম

শপথ না করার দায়ে পিতার সামনে ছেলেদের বেধড়ক পেটানো ও ছেলেদের সামনে তাদের পিতাকে বেদম মারধর- গ্রামে মেম্বারের এটা কোন ধরনের সালিশ? পূর্বশক্রতার জের ধরে টেকনাফের বাহারছড়া ৩নং ওয়ার্ডের মেম্বার আমান উল্লাহ বিচারের নামে ডেকে নিয়ে রবিবার রাতে কা-জ্ঞানহীন এ কাজটি করেছেন। পরে ভয়ভীতি প্রদর্শন করে কাউকে না জানাতে ভিডিও ধারণ করে জবাববন্দীও নিয়েছেন ওই মেম্বার।

জানা যায়, কক্সবাজার সিটি কলেজের ডিগ্রী প্রথম বর্ষের শিক্ষার্থী টেকনাফ বাহারছড়ার বাসিন্দা ফারুক মাহমুদ, তার ছোট ভাই সাইমুম ও তাদের বাবাকে রবিবার রাত ১০টায় ডেকে নিয়ে কোন কিছু বুঝে ওঠার আগেই মারধর শুরু করে মেম্বার ও তার লাঠিয়াল বাহিনী। রবিবার রাত ১০টা থেকে মধ্যরাত রাত ২টা পর্যন্ত পাশবিক নির্যাতন চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, রাতে কান্নার শব্দ শুনে আমরা মেম্বারের বাড়ির সামনে অপেক্ষা করি। খবরটি পুলিশকে জানানো হলে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ ওই মেম্বারকে ফোন করে তাদের ছেড়ে দিতে বলেন। বেদম মারধরের কথা সত্য নয় দাবি করে মেম্বার আমান উল্লাহ বলেন, অভিযোগকারীর আত্মীয় মজুর গৃহকর্তা আনোয়ারের কাছে টাকা পাওনা থাকায় আমার কাছে নালিশ নিয়ে আসে। উপস্থিত সকলের সম্মুখে টাকা পাবে না বলে জানালে আনোয়ারকে শপথ করতে বলা হয়। এতে তিনি অস্বীকার করলে দু-একটা থাপ্পড় দেয়া হয়। সুত্র’ জনকন্ঠ

পাঠকের মতামত

মিয়ানমারে সংঘাত/টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকল আরও ৯ বিজিপি সদস্য

মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী ...