প্রকাশিত: ১৪/০৮/২০২২ ৯:৪৯ এএম

কক্সবাজারের টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প থেকে সন্দেহভাজন মানবপাচার চক্রের এক সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। শনিবার বিকালে উপজেলার হোয়াইক্যাং ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আবুল কাশেম বান্দরবান জেলার আলীকদম উপজেলার ওমর আলীপাড়ার বাসিন্দা মৃত আব্দু শুক্কুরের ছেলে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর জানান, শনিবার বিকালে তারা গোপন সংবাদ পান যে, চাকমারকুল ক্যাম্পের সি/৪-ব্লকে এক ব্যক্তি রোহিঙ্গাদের অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রলোভন দেখাচ্ছে। এমন তথ্যে এপিবিএন পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তি মানবপাচার চক্রের সাথে জড়িত উল্লেখ করে পুলিশ জানিয়েছে, আইনানুগ ব্যবস্থা নিতে অভিযুক্তকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ৫৯ সেনা-বিজিপি সদস্য

আরাকান আর্মির হামলার মুখে ফেব্রুয়ারিতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যরা পালিয়ে বাংলাদেশের ঘুমধুম সীমান্ত ফাঁড়ির ...