টেকনাফ স্থল বন্দরের ১৪ নং ব্রিজের কাছ থেকে সুলতান আহম্মদ প্রকাশ চামড়া বাদশা নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে একটি দেশিয় তৈরি বন্দুক ও দুই হাজার পিস ইয়াবাও উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা ইয়াবা পাচার নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তি একই উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের অসিউর রহমানেরর ছেলে।
টেকনাফ থানার ওসি মো. আবদুল মজিদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।