প্রকাশিত: ৩০/১১/২০২১ ৯:১১ এএম

কক্সবাজারের টেকনাফ পৌরসভা ও বাহারছরা ইউপি নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীরা নিজেদের মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার যাচাই-বাছাইয়ের দিনে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার। এর মধ্যে মেয়র পদে ২ জন এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪ জন রয়েছেন।

মনোনয়ন যাচাই-বাছাই শেষে রাতে রিটার্নিং অফিসার ও টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেদারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, টেকনাফ পৌরসভায় মেয়র পদে ৪ জন, সংরক্ষিত ৩টি আসনে ১০ জন এবং সাধারণ ৯টি ওয়ার্ডে ৪০ জনসহ মোট ৫৪ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে মনোনয়ন যাচাই-বাছাই কালে ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন- মেয়র পদে ২ জন – আবদুস শুক্কুর সিআইপি ও মো. ইসমাইল।

তারা দু’জনই স্বতন্ত্র প্রার্থী। আর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪ জন হলেন- ৩নং ওয়ার্ডের হাবিবুল হক, ৬নং ওয়ার্ডের মনির আলম, ৯নং ওয়ার্ডের আবদুল আমিন জিসান ও জুবাইর হোসেন।
এছাড়া বাহারছরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ নারীসহ ১৩ জন, সংরক্ষিত ১নং আসনে ৬ জন, সংরক্ষিত ২নং আসনে ৮ জন, সংরক্ষিত ৩নং আসনে ৬ জন, সাধারণ ১নং ওয়ার্ডে ৯ জন, সাধারণ ২নং ওয়ার্ডে ৯ জন, সাধারণ ৩নং ওয়ার্ডে ৮ জন, সাধারণ ৪নং ওয়ার্ডে ৫ জন, সাধারণ ৫নং ওয়ার্ডে ৬ জন, সাধারণ ৬নং ওয়ার্ডে ৮ জন, সাধারণ ৭নং ওয়ার্ডে ৭ জন, সাধারণ ৮নং ওয়ার্ডে ৭ জন, সাধারণ ৯নং ওয়ার্ডে ৮ জনসহ মোট ১০০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

পাঠকের মতামত

পুলিশ থেকে বাঁচতে জীবনটাই দিলেন সিএনজিচালক

গ্রামের চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিলিন্ডার বিস্ফোরণে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। পুলিশ দেখে পালাতে গিয়ে ...

চট্টগ্রাম – কক্সবাজার সড়কে চলন্ত সিএনজিতে সিলিন্ডার বি’স্ফোরণ, চালক নিহত

চট্টগ্রাম – কক্সবাজার সড়কে চন্দনাইশ এলাকায় চলন্ত সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হয়ে ...