হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::
টেকনাফে নৃ-তাত্বিক জনগোষ্টির (আদিবাসী) শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শিক্ষা বৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারী সকালে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্টানের মাধ্যমে নগদ টাকা ও উপকরণ বিতরণ করা হয়।
জানা গেছে, ২০১৭-২০১৮ অর্থবছরে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে টেকনাফ উপজেলার নৃ-তাত্বিক জনগোষ্টির (আদিবাসী) জন্য ২৩ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়। তম্মধ্যে শিক্ষা উপকরণ খাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে অধ্যয়নরত ৫০ জন শিক্ষার্থীদের ১টি করে ব্যাগ এবং ৩টি করে ডিকসনারী দেয়া হয়েছে। শিক্ষা বৃত্তি খাতে ৭ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে প্রত্যেক শিক্ষার্থীকে সর্বনিম্ম ২০০ টাকা থেকে সর্বোচ্চ ১৫০০ টাকা করে দেয়া হয়েছে। উক্ত দুটি খাতে ব্যয় করা হয়েছে ৪ লক্ষ টাকা।
তাছাড়া চৌধুরীপাড়ায় ৮ লক্ষ ব্যয়ে সেমিপাকা আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, ৪ লক্ষ টাকা ব্যয়ে কম্পিউটার ও আনুষাঙ্গিক সামগ্রী ক্রয়, ২ বছর প্রশিক্ষণ দেয়ার জন্য মাসিক ১০ হাজার টাকা বেতনে ১ জন ট্রেইনার এবং মাসিক ৬ হাজার টাকা বেতনে ১ জন গার্ড নিয়োগে বরাদ্দ রাখা হয়েছে।
নৃ-তাত্বিক জনগোষ্টির (আদিবাসী) শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শিক্ষা বৃত্তির টাকা বিতরণের অনাড়ম্বর অনুষ্টানে টেকনাফ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ রফিক উদ্দিন, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ হোসেন সিদ্দিক এবং রাখাইন (আদিবাসী) নেতাদের মধ্যে থোইঅং, মংউন, নিমং মাস্টার উপস্থিত ছিলেন।